বিবিএল

পরিবর্তন আসছে বিগ ব্যাশের ফাইনালে?

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 19:10 শুক্রবার, 05 এপ্রিল, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী বিগ ব্যাশ লীগের (বিবিএল) ফাইনালে দুটি পরিবর্তন আনার প্রস্তাব রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নতুন এই প্রস্তাবের একটিতে বলা হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল প্রত্যেকে দুইবার করে সুযোগ পাবে ফাইনালেে পা রাখার জন্য।   

এক্ষেত্রে প্রথম ম্যাচটিতে শীর্ষে থাকা দলটির বিপক্ষে খেলবে দ্বিতীয়তে থাকা দল। মূলত চূড়ান্ত ফাইনালের সাতদিন আগে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তারা। এই নিয়ম অনুসারে তৃতীয় এবং চতুর্থতে থাকা দল দুটিও খেলবে একে অপরের বিপক্ষে।

এরপর প্রথম এবং দ্বিতীয় দলের মধ্যকার থাকা দলের মধ্যে যারা পরাজিত হবে তাদের আবার খেলতে হবে তৃতীয় এবং চতুর্থতে থাকা দলের মধ্যে যারা জিতবে তাদের বিপক্ষে। সেই ম্যাচে জয়ী দলই ফাইনালে পা রাখতে পারবে।  

ক্রিকেট অস্ট্রেলিয়ার আরেকটি প্রস্তাব হলো ম্যাকিনটায়ার ফাইনাল ফাইভ সিস্টেম। এই পদ্ধতিতে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে পঞ্চম দলের বিপক্ষে খেলবে চতুর্থতে থাকা দলটি। আর এই ম্যাচে পরাজিত দলটিকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। 

দ্বিতীয় ম্যাচটিতে মুখোমুখি হবে দ্বিতীয় এবং তৃতীয়তে থাকা দল দুটি। এরপর প্রথম ম্যাচে জয়ী দল এবং দ্বিতীয় ম্যাচে পরাজিত দল খেলবে ম্যাকিনটায়ার ফাইনাল সিস্টেমের তৃতীয় ম্যাচ। এখানে যারা পরাজিত হবে তারা বিদায় নিবে।  

চতুর্থ ম্যাচে লড়াই করবে শীর্ষে থাকা দল বনাম দ্বিতীয় ম্যাচে জয় পাওয়া দল। এই ম্যাচে বিজয়ী দল জায়গা করে নিয়ে টুর্নামেন্টের ফাইনালে। পঞ্চম অর্থাৎ শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচে জয়ী দোল এবং চতুর্থ ম্যাচে পরাজিত দলের মধ্যে। 

এখানে জয় পাওয়া দল ফাইনালে পা রাখতে পারবে এবং পরাজিত দল ছিটকে পড়বে। এরপর ফাইনালের চূড়ান্ত লড়াইয়ে পঞ্চম এবং চতুর্থ ম্যাচে জয়ী দল মাঠে নামবে।