কাউন্টি ক্রিকেট

চুক্তির মেয়াদ বাড়ালেন স্টোকস

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:57 শুক্রবার, 29 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||  

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস তাঁর কাউন্টি দল ডারহামের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ৩ বছর। ফলে তিনি ক্লাবটির হয়ে আগামী ২০২১ সাল পর্যন্ত খেলবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

২০১৬ সাল থেকে ডারহামের হয়ে খেললেও চ্যাম্পিয়নশিপের মাত্র দুটি ম্যাচ ও টি-টুয়েন্টি ব্লাস্টে খেলেছেন স্টোকস। মূলত আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে দলটি হয়ে খুব বেশি ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি এই অলরাউন্ডারের।

ডারহামের সঙ্গে চুক্তির মেয়ার বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন স্টোকস নিজেই। তিনি জানিয়েছেন দলটির সাথে চুক্তির মেয়াদ বাড়িয়ে দারুণ আনন্দিত তিনি।

'ডারহামের হয়ে খেলা আমি ভালোবাসি এবং দীর্ঘ মেয়াদী চুক্তি করে আমি দারুণ আনন্দিত।' আসন্ন মৌসুমে ক্লাবের হয়ে নিজের সেরাটা দেয়ার জন্য মুখিয়ে আছেন তিনি।

'আমি ডারহামকে শীর্ষ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করতে সাহায্য করার জন্য খুবই উত্সাহী এবং যদি এই মৌসুমে খেলার সুযোগ দেওয়া হয় তবে আমি ক্লাবের জন্য সেরাটা দিব।'

ডারহামের প্রধান নির্বাহী টিম বোস্টক এই অলরাউন্ডারকে তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয় বলে মনে করেন, 'বেন তরুণ খেলোয়াড়দের জন্য দারুণ উদাহরণ। যারা কঠোর অনুশীলন ও প্রতিভা অর্জন করতে চায়।'