আইপিএল ২০১৯

আত্মপক্ষ সমর্থনে অশ্বিন

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 12:04 মঙ্গলবার, 26 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

রাজস্থান রয়্যালসের ইংলিশ রিক্রুট জস বাটলারকে মানকড় আউট করার পর আত্মপক্ষ সমর্থন করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন। গত ম্যাচে রাজস্থানের বিপক্ষে ১৪ রানে জয় পাওয়ার পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পাঞ্জাব অধিনায়ক অশ্বিন জানিয়েছেন সুযোগের সদ্ব্যবহার করেছেন তিনি।  

বোলিংয়ের জন্য হাত ঘুরানোর আগেই বাটলার ক্রিজ ছেড়ে বের হয়ে গিয়েছিলো বিধায় তাঁকে আউট করেছিলেন বলে জানান অশ্বিন। আর এক্ষেত্রে দোষেরও কিছু দেখছেন না এই ভারতীয়। ম্যাচ শেষে অশ্বিন বলেছেন, 

'এ বিষয়ে আলোচনা কেন হবে? আমি তো তখনো বোলিংয়ের জন্য হাতও ঘুরাইনি, এর আগেই সে (বাটলার) ক্রিজ ছেড়ে বেরিয়ে যায়। ফলে অবশ্যই এটা আমার জন্য সুযোগ ছিলো। কারণ ক্রিজের ঐ জায়গাটা আমার অর্থাৎ বোলারদের।'

সংবাদ সম্মেলনেও অবশ্য একই ধরণের কথা বলেছেন অশ্বিন। এই ঘটনাটিকে একেবারেই স্বাভাবিক হিসেবে দেখছেন তিনি। শুধু তাই নয়, স্পিরিট অফ ক্রিকেট নিয়ে সমালোচনারও কারণ খুঁজে পাচ্ছেন না পাঞ্জাব দলপতি। আইসিসির নিয়ম পরিপন্থি কিছু করেননি জানিয়ে তাঁর ভাষ্য,  

'দেখুন এটা পুরোপুরি সহজাত একটা ব্যাপার। আমার কাছে এটা পুরোপুরি স্বাভাবিক ছিলো। এটা অবশ্যই পূর্ব পরিকল্পিত ছিলো না। নিয়মের মধ্যে থেকেই যা হওয়ার হয়েছে। আমি বুঝতে পারছি না এর মধ্যে ক্রিকেটীয় স্পিরিট কোথা থেকে আসলো। এটা তো আইসিসির নিয়মের মধ্যে রয়েছে।' 

উল্লেখ্য আইপিএলে রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে জস বাটলারকে ১৩ তম ওভারে মানকড় আউট করে সমালোচনার মুখে পড়েছেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্র অশ্বিন। ক্রিকেট বিশ্বের অনেক তারকা ক্রিকেটারই এই ঘটনাকে স্পিরিট অফ ক্রিকেটের পরিপন্থী হিসেবে আখ্যা দিয়েছেন।