আইপিএল

মুম্বাইয়ের পরবর্তী ম্যাচেই খেলতে পারবেন বুমরাহ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:27 সোমবার, 25 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

মুম্বাই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচেই মাঠে নামতে পারবেন জসপ্রিত বুমরাহ। এই পেসারের চোট নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স দলের এক মুখপাত্র।

রবিবার ওয়াংখেড়েতে দিল্লির বিপক্ষে নিজের শেষ বলে ডাইভ দিতে গিয়ে কাঁধে চোট পান বুমরাহ। এরপর চোট নিয়েই মাঠ ছেড়েছেন ভারতের এই শীর্ষ বোলার। পরে ব্যাট করতেও নামতে পারেননি তিনি।

বুমরাহর চোটের খবর পেয়েই ভারতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট দ্রুত যোগাযোগ করেন মুম্বইয়ের ফিজিও নীতিন প্যাটেলের সঙ্গে। তার সঙ্গে বুমরাহর ইনজুরি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের সূত্র।

'সবাই খুব উদ্বিগ্ন ছিল। সোমবার সকালে প্যাট্রিকের সঙ্গে কথা বলেন নীতিন। কারণ বিশ্বকাপে ভারতীয় দলের পেস অস্ত্র বুমরাহ তাই পরিস্থিতি নিয়ে আলোচনা করে নেন। চিন্তা করার মতো কিছুই নেই এবং পরের ম্যাচেই সে মাঠে নামতে পারবে বলে আশা করা হচ্ছে।'

রবিবার নিজেদের প্রথম ম্যাচে দিল্লির দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট পরে গেলেও বুমরাহকে ব্যাটিং করতে নামানোর ঝুঁকি নেয়নি মুম্বই ম্যানেজমেন্ট। দ্রুতই তার কাঁধের পরীক্ষা করানো হয়। রিপোর্টে বলা হয়েছে তার চোট গুরুতর নয়।

'তিনি ফিট এবং কাঁধে স্প্যাজম হয়েছে সামান্য। তবে তা গুরুতর নয়। চিন্তার কোনও কারণ নেই।' রিপোর্টে ভালো ফলাফল আসলেও দলের সঙ্গে বেঙ্গালুরুতে যাননি বুমরাহ। ধারণা করা হচ্ছে পরবর্তী ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হতে পারে।