র‍্যাঙ্কিং

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফেহলুকায়ো

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:09 সোমবার, 25 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

রবিবার দিন শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। আর সিরিজটি শেষ হওয়ার পরের দিনই দেখা গেল আইসিসির টি-টুয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে পৌঁছেছেন অ্যান্ডিল ফেহলুকায়ো।

সিরিজে দুই ম্যাচে খেলে মোট সাতটি উইকেট নিয়েছেন ফেহলুকায়ো। এতেই ১৪ ধাপ এগিয়ে সেরা দশে পৌঁছেছেন তিনি।

এছাড়া বোলারদের র‍্যাঙ্কিংয়ের সেরা দশে আর কোন পরিবর্তন আসেনি। ৭৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন আফগান স্পিনার রশিদ খান। দুই নম্বরে থাকা শাদাব খানের পয়েন্ট ৭২০।

৭০৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। এই তালিকায় সাত নম্বরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তাঁর পয়েন্ট ৬৫৮।

এছাড়া টি-টুয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও পরিবর্তন আসেনি। আগের মতোই ৩৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন সাকিব। শীর্ষে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের পয়েন্ট ৩৯০।
   
একই তালিকায় চার নম্বরে আছেন সাকিব সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদের পয়েন্ট ২৪০।