ডিপিএল

আড়াইশ রান সহজ ছিল নাঃ জহুরুল

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 18:01 সোমবার, 25 মার্চ, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

কঠিন উইকেটে মোহামেডানের দেয়া ২৪৯ রান তাড়া করে জেতা সহজ ছিল না আবাহনীর জন্য। উইকেটের দ্বিমুখী গতির কারণে হাত খুলে রান তোলা কঠিন ছিল মিরপুরের উইকেটে। শেষ পর্যন্ত ইনিংসের ১৫ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় পেয়েছে আবাহনী। টপ অর্ডার থেকে জহুরুল ইসলামের ৯৬ রান আবাহনীর জয়ের ভিত গড়ে দিয়েছে।

এছাড়া ওপেনার সৌম্যর ৪৬, তিন নম্বরে নামা ওয়াসিম জাফরের ৩৮ ও শান্তর ১৬ রানের ছোট ইনিংসও এমন উইকেটে গুরুত্ববহ ছিল। জহুরুল শেষের দিকে সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করে ৯৬ রানে আউট হলেও ম্যাচ শেষ করে এসেছে মোসাদ্দেক ও সাব্বির।

ম্যাচ শেষে আবাহনীর জয়ের নায়ক জহুরুল বলেছেন, ‘উইকেটটায় আড়াইশ রান খুব সহজ ছিল না। কারণ হঠাৎ বাউন্স করছিল। দুইটা পেস ছিল উইকেটে। আমাদের বোলাররা ভালো বল করেছে। আড়াইশ রানে আটকে রেখেছে ওদেরকে।

‘তারপর আমি বলব টপ অর্ডার সৌম্য ও আমার পার্টনারশিপ, তারপর ওয়াসিম ভাইর ৩৮, শান্ত ২০ রানের মত করেছে। আমরা ব্যাক টু ব্যাক উইকেট থ্রো করি নি। ছোট ছোট পার্টনারশিপেই ম্যাচটা সহজ হয়েছে আমাদের জন্য।'

দল জিতলেও এবারের আসরে দ্বিতীয় সেঞ্চুরি করার সুযোগ ছিল জহুরুলের। বিকেএসপির বিপক্ষে ম্যাচ জয়ী সেঞ্চুরি করার পর রান পাচ্ছিলেন না তিনি। কিন্তু মোহামেডানের বিপক্ষে বড় ম্যাচে এসে বড় রানের দেখা পেয়েছেন তিনি। 

কিন্তু সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকা অবস্থায় শাহাদাত হোসেনের ইয়র্কার লেন্থের ডেলিভারিতে সরাসরি বোল্ড হন ১৩১ বল খেলে উইকেটে জমে যাওয়া জহুরুল। ‘আবাহনী জিতেছে, এই জন্য অনেক খুশি। সেঞ্চুরি মিস হয়েছে, রাজিব বলটা আসলে অনেক ভালো বল করে ফেলেছে, সেকেন্ড স্পেলে এসে,‘ বলেছেন জহুরুল।