ডিপিএল

গাজীকে একাই টানছেন শামসুর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:26 সোমবার, 25 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ

গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ ১৬২/৬, ৩৬ ওভারে

শামসুর রহমান ৬৩*, মেহেদি হাসান ২৮*; খালেদ আহমেদ ৩/২৭, সালাউদ্দিন শাকিল ২/২৬

একাই খেলছেন শামসুরঃ ছয় উইকেট হারানো গাজী গ্রুপ ক্রিকেটার্সকে একাই টানছেন চার নম্বরে নামা ডানহাতি ব্যাটসম্যান শামসুর রহমান শুভ। লিস্ট 'এ' ক্রিকেটের ব্যক্তিগত ২৮তম অর্ধশতক হাঁকিয়ে এখনও উইকেটে রয়েছেন তিনি।

তাঁর সাথে সঙ্গ দিচ্ছেন আটে নামা ব্যাটসম্যান মেহেদি হাসান। তিনি ব্যাটিং করছেন ২৮ রানে। এর আগে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছিল গাজী। টপ অর্ডার এবং মিডেল অর্ডারের কোন ব্যাটসম্যানই দলের হাল ধরতে পারেননি।

পারভেজ রসুল, ভারতীয় এই ক্রিকেটার ফিরেছেন মাত্র তিন রান করে। এরপর নামা মাইসুকুর ইসলাম রানের খাতা না খুলতেই সাজঘরের পথ ধরেছেন। তবে শুভকে কিছুটা সঙ্গ দিয়েছিলেন তৌহিদ তারেক। তিনি খেলেছিলেন ২৭ রানের ইনিংস।

খালেদের আগুন ঝরা বোলিংঃ শেখ জামালের দেয়া ২৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শুরু থেকেই আগুনে বোলিং করে গিয়েছেন পেসার খালেদ আহমেদ।

ইনিংসের শুরুতেই ব্যক্তিগত দ্বিতীয় ওভারে প্রতিপক্ষের ওপেনার রনি তালুকদারের উইকেট তুলে নেন খালেদ। ব্যাট হাতে শুরু থেকেই ধুঁকছিলেন রনি। শেষ পর্যন্ত ১৫ বলে ৮ রান তুলে সাজঘরের পথ ধরেন তিনি।

দুই ওভার পর আবারও আঘাত হানেন খালেদ। তুলে নেন আরেক ওপেনার ইমরুল কায়েসের উইকেট। লেগ বিফোরের ফাঁদে ফেলে ২২ বলে ১৫ রান করা ইমরুলকে ফেরান তিনি। প্রথম স্পেলে পাঁচ ওভার বোলিং করে তুলে নেন ১৭ রানে দুই উইকেট।

তাঁর সাথে ছন্দে তাল মিলিয়ে তিনে নেমে ব্যাটসম্যান তাসামুল হককে ১০ রানে বোল্ড করে ফেরান সালাউদ্দিন শাকিল।