ডিপিএল

সহজ জয়ের পথে আবাহনী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:02 সোমবার, 25 মার্চ, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সংক্ষিপ্ত স্কোর

আবাহনী ১৭৪/১ (৩৪ ওভার)

জহুরুল ৭৩*, ওয়াসিম ৩৮*

ডিপিএলের প্রথম ম্যাচে ম্যাচ জয়ী শতক হাঁকানোর পর মোহামেডানের বিপক্ষে ম্যাচে অর্ধশত হাঁকিয়েছেন ওপেনার জহুরুল ইসলাম অমি। ৭৩ রানে অপরাজিত থাকা জহুরুলের ব্যাটে ভর করে সহজ জয়ের পথে এগোচ্ছে আবাহনী। জহুরুলকে সঙ্গ দিচ্ছেন তিন নম্বরে নামা ওয়াসিম জাফর। ৪২ বলে ৩৮ রান করে খেলছেন এই ভারতীয় রিক্রুট।

এখন পর্যন্ত ৩৪ ওভার শেষে এক উইকেটে ১৭৪ রান তুলেছে আবাহনী।

এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে মোহামেডানের ছুঁড়ে দেয়া ২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার ও জহুরুল ইসলাম জুটিতে ভালো সূচনা পায় আবাহনী।

সৌম্য ইনিংসের শুরুতেই বাউন্ডারি খুঁজে পেলেও অপেক্ষা করতে হয়েছে জহুরুলকে। অফ স্পিনার আশরাফুল ও পেসার শফিউলের বিপক্ষে হাল খুলে খেলে সফল হয়েছেন সৌম্য।

পরবর্তীতে সুযোগ বুঝে সোহাগ গাজি ও আশরাফুলের স্পিনের বিপক্ষে চড়াও হন জহুরুল। ইনিংসের অষ্টম ওভারেই দলের স্কোর ৫০ স্পর্শ করে আবাহনী।

কোনো রকম ঝুঁকি ছাড়া ব্যাট করেই দলের স্কোর বাড়িয়ে নিচ্ছিল দুই ওপেনার। শতরানের জুটি গড়ে বড় ব্যবধানের জয়ের ভিত গড়েছিল আবাহনী। কিন্তু ইনিংসের ২০তম ওভারে এসে সাহাদাতের বলে বোল্ড হন সৌম্য।

আউট হওয়ার আগে ৫৪ বলে ৪৩ রানের ইনিংস খেলে আউট হন তিনি।