বাংলাদেশ ক্রিকেট

প্রথমবারের মত জার্সি বাজারজাত করবে বিসিবি

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 14:56 সোমবার, 25 মার্চ, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশের ক্রিকেটের সমর্থকদের কথা চিন্তা করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জার্সি প্রস্তুত ও বাজারজাত করার জন্য চুক্তি করেছে বিসিবি। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জার্সি বিক্রির তথ্য জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

জাতীয় দলের জার্সি সরবরাহকারী প্রতিষ্ঠান 'স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ’ গ্রুপ বাংলাদেশ দলের জার্সির রেপ্লিকা বিক্রি করার স্বত্ব কিনে নিয়েছে। তবে জার্সির ডিজাইন কেমন হবে এবং মূল্য কত হবে, তা এখনও ঠিক করা হয়নি।

বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, 'দর্শকদের কথা মাথায় রেখেই আমরা জার্সি বিক্রির পরিকল্পনা করেছি। এই ঘোষণার পর এরপর অন্য কেউ জার্সি বিক্রি করলে তা আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'

এছাড়া সংবাদ সম্মেলনে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের প্রতিনিধি মেহতাব সেন্টু জানিয়েছেন, ২৫ এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে বাংলাদেশ দলের রেপ্লিকা জার্সি। 

জার্সি বাজারজাতকরণের জন্য স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের সাথে এক বছরের চুক্তি করেছে বিসিবি।