ডিপিএল

তিন অর্ধশতকে খেলাঘরের বড় সংগ্রহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:14 সোমবার, 25 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

রবিউল ইসলাম, মাহিদুল ইসলাম অংকন এবং অশোক মেনারিয়ার অসাধারণ ব্যাটিংয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে লড়াই করার লড়াকু পুঁজি পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। তিন ব্যাটসম্যানই তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক। খেলার ঘরের বিদেশি ক্রিকেটার ভারতের অশোক মেনারিয়া ৮৭ রানে ছিলেন। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে ২৬৪ রান সংগ্রহ করেছে দলটি।

টসে জিতে খেলাঘরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল রূপগঞ্জ। ইনিংসের ১২তম ওভারে দলীয় ৪৭ রানে ওপেনার সাদিকুর রহমানকে হারায় খেলাঘর। ১৯ রান করে রিশি ধাওয়ানের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর অংকনের সাথে ছোট জুটি গড়তেই লিস্ট 'এ' ক্রিকেটে ব্যক্তিগত সপ্তম অর্ধশতক হাঁকিয়ে ৫৩ রানে মুক্তার আলির বলে মেহেদি হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রবিউল।

৮৫ রানে দুই উইকেট হারানোর পর দলকে শক্ত ভিত দেন অংকন এবং মেনারিয়া। তাঁদের দুইজনের শতক ছাড়ানো জুটিতে দলীয় দুইশ রান অতিক্রম করে খেলাঘর। এর মাঝে অংকন তুলে নেন লিস্ট 'এ' ক্রিকেটের সপ্তম অর্ধশতক।

দলীয় ২১৬ রানে ৯৯ বলে ৭৭ রান করা অংকন সাজঘরের পথ ধরেন শুভাশিষ রয়ের বলে। কিন্তু অপরাজিত থেকে মাঠ ছাড়েন মেনারিয়া। তাঁর সাথে ৮ বলে ১৩ রান নিয়ে অপরাজিত ছিলেন মইনুল ইসলাম।

রূপগঞ্জের হয়ে মুক্তার আলি, রিশি ধাওয়ান এবং শুভাশিষ রয় একটি করে উইকেট তুলে নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

খেলাঘরঃ ২৬৪/৩, ওভারঃ ৫০

অশোক মেনারিয়া ৮৭*, মাহিদুল ইসলাম অংকন ৭৭; মুক্তার আলি ১/৪২, রিশি ধাওয়ান ১/৬৫