পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

'অস্ট্রেলিয়া নয়, বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম শোভা পায়'

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 11:05 সোমবার, 25 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার মত বড় দলের বিপক্ষে পাকিস্তানী তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার বিষয়টিতে সন্তুষ্ট নন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তাঁর মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে নয়, বাংলাদেশ অথবা জিম্বাবুয়ের মত দলগুলোর বিপক্ষে ক্রিকেটারদের বিশ্রাম শোভা পায়।

চলতি ওয়ানডে সিরিজে বাবর আজম-সরফরাজ আহমেদদের মত ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে পাকিস্তান দল। দলের পাঁচ অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেয়া পাকিস্তান দল সিরিজে পিছিয়ে আছে ২-০ ব্যবধানে।

অবশ্য ক্রিকেটারদের এই বিশ্রাম দেয়ার বিষয়টি নিয়ে আফ্রিদি মন্তব্য করেছিলেন পাকিস্তান সুপার লীগ চলাকালীন সময়েই। অস্ট্রেলিয়া সিরিজে বাবর-ফখরের মত ক্রিকেটাররা খেলতে তাঁদের জন্য বাড়তি আত্মবিশ্বাস হিসেবে কাজ করতে বলে মনে করেন আফ্রিদি। তাঁর ভাষায়,

'দেখেন সিরিজটা যদি বাংলাদেশ-জিম্বাবুয়ের মত দলের সাথে হত বা র‍্যাঙ্কিংয়ের ছয় বা সাত নম্বরে থাকা দলের সাথে হত তাহলে বিশ্রাম দেয়া শোভা পায়। কিন্তু আপনি বড় দলের সাথে খেলছেন, তখন এরাই পারফর্ম করছে তাহলে তাঁদের আত্মবিশ্বাসও বাড়বে। 

'তাই মনে করছি অস্ট্রেলিয়া সিরিজে এভাবে সবাইকে বিশ্রাম দেয়া উচিৎ হয়নি। তাঁরা তো এমন নয় যে ১৫-২০বছর ধরে ক্রিকেট খেলছে। মাত্র শুরু করেছে খেলা, ভালো হত যদি এই সিরিজে তাঁরা দলের সাথে থাকতেন।'
 
দলের তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার পর এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে দাঁড়াতেই পারেনি পাকিস্তান দল। পাঁচ ম্যাচের সিরিজের ২টিতেই ইতিমধ্যে হেরেছে তাঁরা। দুই ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।