দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা সিরিজ

টি-টুয়েন্টি সিরিজেও প্রোটিয়াদের দাপট

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 00:02 সোমবার, 25 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে শ্রীলংকাকে বৃষ্টি আইনে ৪৫ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। একইসঙ্গে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।

টসে হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে করেছে দুই উইকেটে ১৯৮ রান। ডোয়াইন প্রিটোরিয়াস করেছেন ৪২ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৭৭* রান।

এছাড়া ওপেনার রিজা হ্যান্ডরিক্সের ব্যাট থেকে আসে ৫২ বলে আটটি চার ও দুটি ছক্কায় ৬৬ রান। শেষদিকে তিনটি ছক্কা ও দুইটি চারে ১৪ বলে ৩৪* রানের ক্যামিও খেলেন অধিনায়ক জিন পল ডুমিনি।   

বড় লক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে শ্রীলংকা। দলের টপঅর্ডার শুরু থেকেই আসা যাওয়ায় ব্যস্ত থাকে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার নিরোশান ডিকওয়েলা।

শেষদিকে ২৩ বলে চারটি ছক্কায় ৩৬ রানের ক্যামিও খেলেন ইসুরু উদানা। এছাড়া এঞ্জেলো পেরেরা করেন ১৫ রান। এছাড়া কেউ দুই অঙ্কের রানও করতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার হয়ে চারটি উইকেট নিয়েছেন অ্যান্ডিল ফেহলুকায়ো। দুটি করে উইকেট নিয়েছেন জুনিয়র ডালা এবং লুথো সিম্পালা।

শ্রীলংকার ইনিংসের মাঝপথে বৃষ্টি বাগড়া দেওয়ায় বৃষ্টি আইনে শ্রীলংকার নতুন লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১৮৩ রান। কিন্তু বৃষ্টি নামার আগেই ছয় উইকেট হারিয়ে বসে শ্রীলংকা।