আইপিএল

কোহলির তুরুপের তাস সাইনি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:06 রবিবার, 24 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অভিষেক হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার নভদীপ সাইনির। টুর্নামেন্টে অভিষেকেই আগুন ঝরা বোলিং করেছেন এই তরুণ পেসার। আসরের বাকি সময়টায় এই পেসার কোহলির তুরুপের তাস হতে চলেছেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলপতি ভিরাট কোহলি মনে করেন টুর্নামেন্টের বাকি সময়টা এই পেসার দারুণ ভূমিকা রাখবে দলের জন্য। যদিও শনিবার টুর্নামেন্টের উদ্বোধনীতে ৭ উইকেটের ব্যবধানে হেরে আসর শুরু করেছে বেঙ্গালুরু।

'সামনে নভদীপ অনেক বড় ভূমিকা রাখবে। এমন পরিস্থিতিতে উইকেটে কিছু ঘাস থাকায় সে ভালো করেছে। সে এখন তাঁর সুযোগ পেয়েছে।'

টানা ১৪০ কিলোমিটার গতিবেগে বল করে যাওয়ার সামর্থ্য আছে এই পেসারের। চেন্নাইয়ের বিপক্ষে উইকেট শূন্য থাকলেও দারুণ এক বাউন্সারে শেন ওয়াটসনের হেলমেটে আঘান হেনেছিলেন তিনি। নির্ধারিত ৪ ওভারে তিনি মাত্র ২৪ রান খরচ করেছিলেন।

এভাবেই নিজের আবির্ভাব জানান দিয়েছেন এই পেসার। এদিকে, কোহলি জানিয়েছেন এমন শুরু কোনো দলই চায় না। তবে টুর্নামেন্টের শুরুতেই এমন পারফর্মেন্সকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।

'কেউই এভাবে শুরু করতে চায় না। কিন্তু এটা ভালো যে টুর্নামেন্টের শুরুতে এমন একটি খেলা হয়েছে। আমরা খেলাটায় থাকতে চেয়েছিলাম। এটাকে ১৮তম ওভার পর্যন্ত নিয়ে যাওয়া দারুণ ছিল।'