বিশ্বকাপ

আইপিএলে খারাপ করলেও বিশ্বকাপে খেলবে স্মিথ, ওয়ার্নারঃ হেইডেন

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 17:13 রবিবার, 24 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসরে ভালো খেলতে না পারলেও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হবে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের, বিশ্বাস সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথিউ হেইডেনের। 

২০০৩ এবং ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য হেইডেন আরও মনে করেন স্মিথ এবং ওয়ার্নারের ক্ষেত্রে ক্রিকেটে ফেরার জন্য আইপিএল সহায়ক ভূমিকা পালন করবে। কিংবদন্তী এই অজি এক সাক্ষাৎকার বলেছেন,    

'তারা (স্মিথ, ওয়ার্নার) স্কোয়াডে সুযোগ পেতে পারে। এমনকি তাঁদের যদি একটি খারাপ আইপিএল মৌসুম কাটে, এরপরও বিশ্বকাপের স্কোয়াড থেকে তাঁদেরকে বাদ দেয়া হবে না। আর ওয়ার্নার এবং স্মিথের জন্য ক্রিকেট খেলার এটি একটি সুযোগ, কেননা তারা দীর্ঘ দিন থেকে ক্রিকেট খেলছিলো না।'

বিশ্বকাপের আগে আইপিএলে খেলার মাধ্যমে ক্রিকেটাররা নিজেদের আরও ঝালিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস হেইডেনের। তবে তাঁর মতে মূল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বোলারদেরকেই। কেননা রানের চাকায় স্রোতে বাঁধ দিতে যথেষ্ট চাপে থাকতে হবে তাঁদের। সাবেক অস্ট্রেলিয়ান এই হার্ডহিটারের ভাষ্যমতে,  

'আমি মনে করি আইপিএল অনেক পার্থক্য গড়ে দিবে। বোলারদের জন্য চাপ একটি মুখ্য বিষয়। আর ব্যাটসম্যানদের জন্য চাপ বলতে তেমন কিছু নেই। আপনি শুধু ব্যাটিং করে যাবেন টানা এবং এটি আপনাকে খেলায় উন্নতি করতে সহায়তা করবে।' 

উল্লেখ্য চলতি মাসের ২৯ তারিখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে দুই অজি ক্রিকেটার স্মিথ এবং ওয়ার্নারের। গত বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কান্ডে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন তাঁরা। এবারের আইপিএলেও অংশ নিয়েছেন দুই অজি।