পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি অস্ট্রেলিয়া-পাকিস্তান

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:55 শনিবার, 23 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রবিবার মাঠে নামছে অস্ট্রেলিয়া। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারীরা। এই ম্যাচে জয় দিয়ে সিরিজে সমতা ফেরাতে চাইবে পাকিস্তান।

সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানি তারকা হারিস সোহেল। অজিদের হয়েও সেঞ্চুরির দেখা পেয়েছেন অ্যারন ফিঞ্চ। শন মার্শ খেলেছেন ৯১ রানের অপরাজিত ইনিংস।

ফলে বোঝাই যাচ্ছে দুই দলের ব্যাটসম্যানরাই দারুণ ফর্মে আছেন। এই ম্যাচে পাকিস্তানের বোলারদের লক্ষ্য থাকবে ফর্মে ফেরার। সিরিজের প্রথম ম্যাচে মোহাম্মদ আব্বাস ছাড়া প্রায় সবাই ৫০ এর উপরে রান দিয়েছেন। 

এই ম্যাচে দারুণ মাইলফলকের সামনে আছেন দুই অজি তারকা মার্কুস স্টইনিস ও গ্লেন ম্যাক্সওয়েল। ১ হাজার রানের মাইলফলক ছুঁতে আর ৫৩ রান প্রয়োজন স্টইনিসের। আর ২হাজার ৫ শত রানের মাইলফলক ছুঁতে ম্যাক্সওয়েলের দরকার ৫৮ রান।

দুজনই এই ম্যাচেই মাইলফলক ছুঁতে চাইবেন। এখন পর্যন্ত দুই দল ৯৮টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। জয়ের পাল্লা ভারি অজিদেরই। অস্ট্রেলিয়া জিতেছে ৬২টি ম্যাচে। আর পাকিস্তানের জয় ৩২টি ম্যাচে। বাকি ৪টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য): উসমান খাজা, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার হ্যান্ডসকম্ব, মার্কুস স্টইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, ঝাই রিচার্ডসন, নাথান লায়ন, অ্যাডাম জ্যাম্পা।

পাকিস্তান একাদশ (সম্ভাব্য):  ইমাম উল হক, শান মাসুদ, হারিস সোহেল, উমর আকমল, শোয়েব মালিক (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, উসমান শিনওয়ারি, মোহাম্মদ আব্বাস।