ডিপিএল ২০১৯

মিরপুরে অঘটন ঘটাল বিকেসপি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:29 শনিবার, 23 মার্চ, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

চলতি ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডে এসে অঘটন ঘটিয়েছে বিকেসপি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। 

এদিন ২৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা ব্রাদার্স স্কোরবোর্ডে ২৯ রান যোগ করতেই ওপেনার মিজানুর রহমানের উইকেট হারিয়ে বসে। মাকিদুল ইসলামের বলে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপরের বলে আবারও আঘাত হানেন মাকিদুল। ফজলে রাব্বিকে ০ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান এই পেসার। ২৯ রানে ২ উইকেট হারানো ব্রাদার্সের হাল ধরেন ভারতীয় রিক্রুট চিরাগ জানি এবং ওপেনার জুনায়েদ সিদ্দিকি।

এই জুটিতে ৯৩ রান যোগ করার পর ৫২ রান করা জুনায়েদকে প্যাভিলিয়নে পাঠান শামিম হোসেন। জুনায়েদ ফিরলেও ইয়াসির আলিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন চিরাগ।

দলীয় ১৯৬ রানে রাব্বিকে নিজের প্রথম শিকারে পরিণত করেন নওশাদ ইকবাল। রাব্বি ফিরলেও ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির পথে হাঁটছিলেন চিরাগ। ম্যাচের নিয়ন্ত্রনও ছিল ব্রাদার্সের পক্ষে।

শেষ ১৩ বলে ১৬ রান দরকার ছিল ব্রাদার্সের, হাতে ছিল ৬ উইকেট। সেখান থেকে চিরাগ জানিকে ৯৬ রানে বিদায় করে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেন শামিম। এরপর বোলিংয়ে এসে এক ওভারে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচে রোমাঞ্চ নিয়ে আসেন মাকিদুল। ৪৯তম ওভারে মাত্র ৪ রান দেন এই পেসার।

শেষ ওভারে জয়ের জন্য ১২ রান প্রয়োজন ছিল ব্রাদার্সের। সুমন খানের করা ওভারে মাত্র ৯ রান নিতে সক্ষম হন ব্রাদার্সের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ২ রানের হার নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স।

এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে শামিম হোসেনের ৭১, আকবর আলির ৫৬ এবং পারভেজ হোসেন ইমনের ৬৯ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৭ রানের পুঁজি পায় বিকেসপি। ব্রাদার্সের পক্ষে পেসার মোহাম্মদ শরিফ নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ

বিকেসপিঃ ২৬৭/৯ (৫০ ওভার)

(শামিম ৭১, পারভেজ ৬৯) (শরিফ ৩/৬৫)

ব্রাদার্সঃ ২৬৫/৯ (৫০ ওভার)

(চিরাগ জানি ৯৬) (মাকিদুল ৪/৬২)