ডিপিএল ২০১৯

মাহিদুলের ব্যাটে লড়াকু পুঁজি পেয়েছে খেলাঘর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:46 শনিবার, 23 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সাভারে চলতি ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনের ফিফটিতে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রানের পুঁজি পায় খেলাঘর।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি খেলারঘরের। স্কোরবোর্ডে ২৬ রান যোগ করতেই ওপেনার রবিউল ইসলাম রবির উইকেট হারিয়ে বসে দলটি। দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার সাদিকুর রহমানকে নিয়ে ১০১ রান যোগ করেন অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন।

সাদিকুর ফিফটি হাঁকিয়ে ৫৮ রানে ফিরলেও ভারতীয় রিক্রুট অশক মেনেরিয়াকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন অঙ্কন। ফিফটি তুলে নেন এই দলপতি।

মেনেরিয়া ২১ রানে উইকেট ছুঁড়ে দিলেও বাকি ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন অঙ্কন। বাকি ব্যাটসম্যানরা তাঁকে বেশীক্ষণ সঙ্গ না দিলেও একাই দলের পক্ষে লড়ে যান এই দলপতি।

কিন্তু ব্যক্তিগত ৮৬ রানে অঙ্কনকে বিদায় করেন প্রাইম দোলেশ্বরের দলপতি ফরহাদ রেজা। শেষের দিকে বল হাতে আরও উজ্জ্বল হয়ে উঠেন এই পেসার। তুলে নেন আরও ২টি উইকেট।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রানের পুঁজি পায় খেলাঘর। ফরহাদ রেজা প্রাইম দোলেশ্বরের পক্ষে নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ

খেলাঘরঃ ২৫৭/৯ (৫০ ওভার)

(অঙ্কন ৮৬), (রেজা ৩/৫২)