ডিপিএল

মিরপুরে বিকেএসপির মুখোমুখি ব্রাদার্স

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 00:49 শনিবার, 23 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||   

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও ব্রাদার্স ইউনিয়ন। দুই দলই এখন পর্যন্ত ৪টি করে ম্যাচ খেলেছে।

৪ ম্যাচ খেলে ২টি ম্যাচে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে বিকেএসপি সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছে। উত্তরার বিপক্ষে তারা একমাত্র জয়টি পেয়েছিল।

সেই ম্যাচে বিকেএসপি জয় পেয়েছিল ২০ রানের ব্যবধানে। এদিকে, ব্রাদার্স নিজেদের প্রথম ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে হেরেছিল ৩ উইকেটে। দ্বিতীয় ম্যাচে তারা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

তৃতীয় ম্যাচে আবার আবাহনীর বিপক্ষে হারে ১৪ রানের ব্যবধানে হারে দলটি। শেষ ম্যাচে উত্তরার বিপক্ষে তারা ৮ উইকেটের বড় ব্যবধান জিতেছে। ফলে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে দলটি।

ব্রাদার্স এবারের আসরে তুলনামূলক ভাবে ভারসাম্যপূর্ণ দল গড়েছে ব্রাদার্স ইউনিয়ন। দলে আছেন ফজলে রাব্বি, নাঈম ইসলাম জুনিয়র ও এবাদত হোসেনের মতো ঘরোয়া ক্রিকেটের নিয়মিত তারকারা। 

অন্যদিকে তারুণ্য নির্ভর দল বিকেএসপি। দলের বেশিরভাগ ক্রিকেটারই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে খেলছেন অথবা কিছুদিন আগেই খেলেছেন এমন ক্রিকেটার। এখন দেখার বিষয় দুই দলের মাঠের লড়াইটা কেমন হয়।

ব্রাদার্স ইউনিয়নঃ ফজলে রাব্বি, মোহাম্মদ শরিফুল্লাহ, নাঈম ইসলাম জুনিয়র, এবাদত হোসেন, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি, জুনায়েদ সিদ্দিকি, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ শাহজাদা।

বিকেএসপিঃ আব্দুল কাইয়ুম তুহিন (অধিনায়ক), শামিম পাটোয়ারি, আকবর আলি (উইকেটরক্ষক), রাতুল খান, ফাহাদ আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, হাসান মুরাদ, নওশাদ ইকবাল, সাদমান রহমান, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুজিবুল হোসেন, আবু নাসের, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়।