ডিপিএল

শেষ বলে ছক্কা হাঁকিয়ে জিতল শেখ জামাল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:24 শুক্রবার, 22 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ম্যাচ জিততে শেষ বলে পাঁচ রানের প্রয়োজন ছিল শেখ জামালের। স্ট্রাইকে ছিলেন এনামুল হক। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছেন তিনি।

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে অবশ্য মাঝারি লক্ষ্যই ছুঁড়ে দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারের আগেই ২৪০ রানে গুটিয়ে যায় মোহামেডান।

মাঝারি লক্ষ্য তাড়ায় শুরুর দিকে হাসানুজ্জামানের (৫) উইকেট হারালেও পরবর্তীতে ঘুরে দাঁড়ায় শেখ জামাল। এরপরে দলীয় ৯৪ রানে ফেরেন তানভির হায়দার (৩৯)। এরপরে ২৫ রান করে ফেরেন নাসির হোসেন।

দলীয় ১৫১ রানে ফেরেন ওপেনার ইমতিয়াজ হোসেন। দশটি চারে ১০২ বলে ৭৪ রান করে নিহাদুজ্জামানের বলে উইকেট ছাড়েন ইমতিয়াজ। এরপরে আসিলা গুনারত্নের ২০, অধিনায়ক নুরুল হাসানের ৩২ রানে রান তাড়ায় ধীরগতিতে এগিয়ে যাচ্ছিলো শেখ জামাল।

শেষদিকে ১৭ বলে দুইটি চার ও একটি ছক্কায় ২৮* রান করে দুই উইকেট হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন স্পিনার এনামুল হক। মোহামেডানের হয়ে তিনটি উইকেট পেয়েছেন সোহাগ গাজি।

এর আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৩৩ রান যোগ করতেই ওপেনার ইরফান শুক্কুর এবং তিন নম্বরে নামা তুষার ইমরানের উইকেট হারিয়ে বসে মোহামেডান। খানিক পর ১৪ রানে বিদায় নেন অধিনায়ক রকিবুল হাসান।

৩ উইকেট হারালেও ওপেনার আব্দুল মজিদের সঙ্গে জুটি গড়েন মোহাম্মদ আশরাফুল। এই জুটিতে দলীয় ১০০ পার করে মোহামেডান। ফিফটির পথে হাঁটতে থাকেন আশরাফুল।

কিন্তু ব্যক্তিগত ৪৪ রানে তাঁকে প্যাভিলিয়নে পাঠান তানবির হায়দার। তাঁর বিদায়ের পর ফিফটি তুলে নেয়া আব্দুল মজিদও ফেরেন ৫২ রানে।

শেষের দিকে শ্রীলংকান রিক্রুট চতুরঙ্গা ডি সিলভা এবং সোহাগ গাজি মিলে হাল ধরেন মোহামেডানের হয়ে। এই জুটি স্কোরবোর্ডে যোগ করে ৬৪ রান।

গাজি ৩২ করে ফেরার পর শেষের দিকে ৪৯ রানে ডি সিলভা প্যাভিলিয়নে ফিরলে ২৪০ রানে গুটিয়ে যায় রকিবুল হাসানের দল। সালাউদ্দিন শাকিল ৪১ রান দিয়ে নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ- 

মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ ২৪০/১০ (৪৯.১ ওভার)
(মজিদ ৫২, ডি সিলভা ৪৯; সালাউদ্দিন শাকিল ৩/৪১) 
শেখ জামাল ধানমন্ডি ক্লাবঃ ২৪২/৮ (৫০ ওভার)
(ইমতিয়াজ ৭৪, হায়দার ৩৯; সোহাগ ৩/৪৩)