ডিপিএল

মারুফের সেঞ্চুরিতে জয়ের পথে রুপগঞ্জ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:42 শুক্রবার, 22 মার্চ, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ

লিজেন্ডস অব রূপগঞ্জঃ- ২১১/২ (৪০ ওভার)
(মারুফ ১০৪*, জাকের ৭২*)

গাজি গ্রুপ ক্রিকেটার্সঃ- ২৫০/৯ (৫০ ওভার)

(পারভেজ ৮৬, ইমরুল ৪৮; মুক্তার আলি ২/৫৪, ধাওয়ান ১/৩৯) 

গাজি গ্রুপের ত্রাণকর্তা হিসেবে পর পর দুই ম্যাচে দারুণ ব্যাটিং করে দলের মান বাচালেন ভারতীয় রিক্রুট পারভেজ রসূল। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৬৭ রান করার পর মিরপুরের মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৮০ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। পারভেজের বড় অর্ধশতকে ভর করে আগে ব্যাট করা গাজি গ্রুপ ক্রিকেটার্স ৫০ ওভারে ৯ উইকেটে ২৫০ রান তুলেছে। জবাবে ব্যাট করছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

মেহেদি মারুফের সেঞ্চুরিঃ-

বিপর্যয় সামাল দিয়ে নিজের লিস্ট এ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটি হাঁকিয়েছেন মেহেদি মারুফ। সঙ্গী জাকের আলিও আছেন সেঞ্চুরির দৌড়ে।

বিপর্যয় সামাল দিয়েছেন মারুফ-জাকেরঃ-

বড় সংগ্রহ তাড়া করতে নেমে দলীয় ২৭ রানে দুই উইকেট হারায় রুপগঞ্জ। এরপরে হাল ধরেন মেহেদি মারুফ এবং জাকের আলি। 


প্রথম ইনিংসের বিবরণঃ-

টসে হেরে আগে ব্যাট করা গাজি গ্রুপকে ভালো সূচনা এনে দিয়েছিল ইমরুল কায়েস ও তাসামুল হক। ব্যাটিং পাওয়ারপ্লেতে দেখেশুনে ব্যাট করে ভালো সূচনা এনে দিয়েছিল ইমরুল ও তাসামুল।

ইনিংসের ১২তম ওভারে এসে জুটি ভাঙ্গে, তাসামুল মেহেদি মারুফের থ্রো'তে রান আউট হন ১৭ রান করা তাসামুল। তবে রনি তালুকদারকে নিয়ে জুটি গড়ে বিপদ সামাল দেন ইমরুল। 

মিডেল ওভারে এসে পর পর দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে গাজি গ্রুপ। রনি ২৯ রান করে নাইমের বলে আউট হওয়ার পর স্থায়ী হয়নি শামসুর রহমানের ইনিংস। বেশীক্ষণ স্থায়ীনি উইকেটে জমে যাওয়া ইমরুলের ইনিংস। ৭৩ বলে ৪৮ রান করে রিশি ধাওয়ানের স্পিনে আউট হন তিনি। 

দ্রুত উপরের সারির ব্যাটসম্যানদের উইকেট হারিয়ে বিপদে পড়া গাজি গ্রুপকে বিপদ মুক্ত করেন পারভেজ। মাইশুকুর ও তৌহিদের সাথে জুটি গড়ে দলের স্কোর বাড়িয়ে নেন তিনি। মাউশুকুর ৩১ ও তৌহিদ ১৯ রান করে পারভেজকে সঙ্গ দেন।  

রূপগঞ্জের হয়ে দুটি উইকেট নিয়েছেন মুক্তার আলি। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন শহীদ, ধাওয়ান, নাইম ও মিনহাজুর।