ডিপিএল ২০১৯

সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ফিরলেন জাফর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:42 শুক্রবার, 22 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের হাই ভোল্টেজ ম্যাচে আবাহনীকে ৩০৩ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সেই লক্ষ্যে এখন ব্যাট করছে আবাহনী লিমিটেড।

জাফরের আক্ষেপঃ

সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ফিরে আসতে হয়েছে ওয়াসিম জাফরকে। ব্যক্তিগত ৯৪ রানে আল আমিনের বলে সাজঘরে ফিরেছেন এই ভারতীয় ব্যাটসম্যান। তাঁর বিদায়ের পর মাত্র ২ রানে মোহাম্মদ মিঠুন ফিরেছেন প্যাভিলিয়নে। দুই ব্যাটসম্যান ফিরে গেলেও ফিফটি তুলে হাল ধরে খেলছেন শান্ত।

জাফরের ফিফটিঃ 

আগের ম্যাচে ফিফটি হাঁকিয়ে সাজঘরে ফিরেছিলেন ৭৬ রানে। এই ম্যাচেও আবাহনীর পক্ষে লড়াই করে তুলে নিয়েছেন ফিফটি। ফিফটি হাঁকিয়ে থেমে যান নি এই ডানহাতি ব্যাটসম্যান। হাঁটছেন শতেকর পথে। 

জাফর-শান্তর জুটিঃ

২ উইকেট হারালেও বিশাল লক্ষ্য তাড়ায় আবাহনীর পক্ষে লড়াই করে যাচ্ছেন ওয়াসিম জাফর এবং নাজমুল হোসেন শান্ত। এই দুজনের ব্যাটে ইতিমধ্যে দলীয় ১০০ পার করেছে আবাহনী। 

সৌম্যর ব্যাটে রানঃ

জহুরুল ফিরলেও ভারতীয় রিক্রুট ওয়াসিম জাফরকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ওপেনার সৌম্য সরকার। দেখে শুনে স্কোরবোর্ডে রান যোগ করছিলেন তিনি।

 জাফরের সঙ্গে ৫০ রানের উপর জুটি গড়ার পর ব্যক্তিগত ৩৬ রানে নাহিদুল ইসলামের বলে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ওপেনার।

শুরুতেই বিপদে আবাহনীঃ

৩০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি আবাহনীর। রানের খাতা খোলার আগেই দলীয় ১ রানে বিদায় নেনে ওপেনার জহুরুল ইসলাম অমি। মোহর শেখের বলে আম আমিন হোসেনের হাতে ক্যাচ দিয়ে বসেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

সংক্ষিপ্ত স্কোরঃ 

প্রাইম ব্যাংক ৩০২/৫ (৫০ ওভার)

(বিজয় ১০২, এশওয়ারান ৮৫) (মোসাদ্দেক ১/৯) 

আবাহনী লিমিটেডঃ ২১২/৪ (৩৭ ওভার)

(ওয়াসিম জাফর ৭৮* শান্ত ৪৫*)