সিরিজ সূচি

টাইগারদের আয়ারল্যান্ড সফরের সময়সূচি

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 10:24 শুক্রবার, 22 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার আগে আয়ারল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ডের সাথে টাইগাররা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে উইন্ডিজদের। 

ত্রিদেশীয় এই সিরিজটি শুরু হবে আগামী মে মাসের ৫ তারিখে। বাংলাদেশ সময় বিকাল চারটায় প্রথম ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে ক্যারিবিয়ানরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্লোনটার্ফে। এরপর একদিন বিরতি দিয়ে ৭ই মে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই সময় এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। 

ম্যালাহাইডে ৯ মে আবারও খেলতে নামবে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়। ১১ই মে সিরিজে দ্বিতীয়বারের মতো আইরিশদের মোকাবেলা করবে ক্যারিবিয়ানরা। ম্যালাহাইডের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

১৩ই মেতে উইন্ডিজদের বিপক্ষে একই ভেন্যুতে নিজেদের তৃতীয় ম্যাচটি খেলবে মাশরাফি বিন মর্তুজার দল। পরবর্তীতে ১৫ তারিখে ক্লোনটার্ফে চতুর্থ ম্যাচে অংশ নিবে তারা আয়ারল্যান্ডের বিপক্ষে। আর ১৭ই মে ফাইনালের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে ত্রিদেশীয় এই সিরিজটির।  

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সময়সূচিঃ 

তারিখ

ম্যাচ

বাংলাদেশ সময়

ভেন্যু

৫ মে, ২০১৯

আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

বিকাল চারটা

ক্লোনটার্ফ

৭ মে, ২০১৯

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

বিকাল চারটা

ক্লোনটার্ফ

৯ মে, ২০১৯

বাংলাদেশ-আয়ারল্যান্ড

বিকাল চারটা

ম্যালাহাইড

১১ মে, ২০১৯

আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

বিকাল চারটা

ম্যালাহাইড

১৩ মে, ২০১৯

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

বিকাল চারটা

ম্যালাহাইড

১৫ মে, ২০১৯

বাংলাদেশ-আয়ারল্যান্ড

বিকাল চারটা

ক্লোনটার্ফ

১৭ মে, ২০১৯

ফাইনাল

বিকাল চারটা

ম্যালাহাইড