ডিপিএল

ডিপিএলে শীর্ষ দুইয়ের লড়াই

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:55 বৃহস্পতিবার, 21 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) এখন পর্যন্ত অপরাজেয় দল তারকায় ভরা আবাহনী লিমিটেড। চারটি ম্যাচ খেলে চারটিতেই জিতেছে মোসাদ্দেক- সৌম্যদের দলটি।

অপরদিকে চার ম্যাচে তিন জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আবাহনীর পরেই স্থান তাঁদের। 

নেট রান রেটে এগিয়ে থাকায় প্রাইম দোলেশ্বর, মোহামেডান এবং লিজেন্ড অফ রুপগঞ্জের থেকে এগিয়ে আছে প্রাইম ব্যাংক।

এবারের নিজেদের মোকাবেলায় মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল দুইটি। নারায়ণগঞ্জের ফতুল্লায় শুক্রবার সকালে মাঠে নামবে দল দুইটি। 

শেষ পাঁচবারের দেখায় চারবারই জয় পেয়েছে আবাহনী। যদিও শেষ ম্যাচে জিতেছে তাঁরা। এবারের আসরে অজেয় আবাহনীকে প্রাইম ব্যাংক থামাতে পারে কিনা এটাই এখন দেখার বিষয়।

আবাহনী লিমিটেডঃ মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ এনামুল হক বিজয় (অধিনায়ক), অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ অন্তর, মোহাম্মদ আল আমিন হোসেন, মনির হোসেন, সালমান হোসেন ইমন, নাইম হাসান, নাজমুল মিলন, নুর আলম সাদ্দাম, ইমরান আলি, আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন জুনিয়র।