ডিপিএল

ইনজুরি ভয় পাইয়ে দিয়েছে সাইফউদ্দিনকে

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 14:52 বৃহস্পতিবার, 21 মার্চ, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আবাহনীর অনুশীলনের সময় পিঠের আঘাত ভয় পাইয়ে দিয়েছিল অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। সামনে বিশ্বকাপ, বড় কোনো ইনজুরিতে পড়লে বিশ্বকাপ স্বপ্ন ধূলিসাৎ হতে পারে, এই ভয় তরুণ এই অলরাউন্ডারের মনের কোণে জায়গা করে নিয়েছিল।

তবে এমআরআই রিপোর্ট ইতিবাচক আসায় হাফ ছেড়ে বেঁচেছেন ২২ বছর বয়সী সাইফউদ্দিন। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ছন্দে থাকায় টানা ক্রিকেটের মধ্যে থেকে বিশ্বকাপ যেতে চান তিনি। 

'ওইটা নিয়ে একটু ভয়ে ছিলাম (এমআরআই)। আল্লাহ রহমতে রিপোর্ট ইতিবাচক আসছে। ভয় (ইনজুরি) পাওয়াটাই স্বাভাবিক। সামনে বিশ্বকাপ, সবার স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। পাশাপাশি সব ম্যাচই গুরুত্বপূর্ণ। এখানে ভালো করলে আত্মবিশ্বাস বাড়বে। এখন ছন্দে আছি, এই জন্য ম্যাচগুলো মিস করতে চাই না,' বলেছেন সাইফউদ্দিন।

বৃহস্পতিবার আবাহনীর অনুশীলনে দেখা গেছে সাইফউদ্দিনকে। এর আগে বেশ কিছুক্ষণ বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরীর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। 

সাইফউদ্দিনের ভাষায়, 'জিমে কাজ করেছি। দেবাশিষ দা অনেক পরীক্ষা নিয়েছিল। রানিং, ফিটনেস সব কিছুই পজেটিভ। টিম ম্যানেজমেন্ট জানাবে কবে খেলতে পারব। আমি ফিট আছি খেলার জন্য।'

সাইফের ফিটনেস নিয়ে সন্তুষ্ট দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। 'সাইফউদ্দিন ভালো আছে। আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা আছে। কালকে দেখব কি হয়। আর সে ইলিজিবল টু প্লে।'