ডিপিএল

এত শক্তিশালী দলের সাথে কাজ করেননি সুজন

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 14:15 বৃহস্পতিবার, 21 মার্চ, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

এবারের প্রিমিয়ার লীগে তারকায় ঠাসা আবাহনীর প্রধান কোচের ভূমিকা পালন করে নতুন অভিজ্ঞতা হচ্ছে খালেদ মাহমুদ সুজনের। বাংলাদেশ জাতীয় দলের প্রথম ও দ্বিতীয় সারির তারকা ক্রিকেটারদের সিংহভাগই খেলছেন আবাহনীর হয়ে। 

দীর্ঘদিন কোচিংয়ের সাথে সম্পৃক্ত সুজন এর আগে এতটা শক্তিশালী দলের সাথে কাজ করেননি, অকপটে স্বীকার করেছেন তিনি। 

'আমাদের দল সবচেয়ে শক্তিশালী দল, ঢাকা প্রিমিয়ার লীগে এমন শক্তিশালী দলের সাথে কাজ করছি বলে মনে হয় না,' মিরপুরে একাডেমী মাঠে অনুশীলনের ফাঁকে বলেছেন প্রধান কোচ সুজন। 

আবাহনী এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে চারটিতেই বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান ধানমন্ডির জায়ান্টদের। 

লীগ সবে মাত্র শুরু, কিন্তু তবুও তারকায় ভরা দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এখন থেকেই দেখতে শুরু করেছে মাশরাফিরা।

'অবশ্যই অনেক সুযোগ আছে (অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার)। দল তো ভালো। ক্রিকেট অবশ্য মজার খেলা। একটা বাজে দিন যখন তখন হতে পারে। তবে তারপরও আমাদের যেই দল, আমি মনে করি আমাদের সব ম্যাচ জেতা উচিত,' আত্মবিশ্বাসের সুরেই বলেছেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন।