বিশ্বকাপ

বিশ্বকাপ ফেভারিটের নাম জানালেন ওয়ার্ন

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 13:45 বৃহস্পতিবার, 21 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে ফেভারিট হিসেবে দেখছেন কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। গত কয়েক বছর ধরে ইয়ন মরগানের নেতৃত্বে খেলা দলটি যথেষ্ট উন্নতি করেছে, বিশ্বাস এই অস্ট্রেলিয়ান তারকার। 

২০১৫ সালে বিশ্বকাপের নক আউট পর্ব থেকে বিদায় নেয়া ইংলিশরা এবার বাজিমাত করতে সক্ষম হবে, মতামত ওয়ার্নের। নিজেদের ঘরের মাঠে খেলা বলে যথেষ্ট এগিয়ে থাকবে তারা। অজি কিংবদন্তী বলেছেন, 

'আমার মতে ইংল্যান্ড টুর্নামেন্টের হট ফেভারিট। আপনি দেখুন গত কয়েক বছর ধরে তারা কি ধরণের ক্রিকেট খেলে আসছে এবং ইয়ন মরগানের নেতৃত্বে কতটা উন্নতি তারা করেছে।'

ইংল্যান্ড দলে অনেক ম্যাচ জেতানো ক্রিকেটার আছে। যারা জ্বলে উঠতে পারলে দলটিকে হারানো বেশ কঠিন হবে বলে মনে করছেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটার প্রশংসা করেছেন ইংলিশদের খেলার ধরণ নিয়েও। তাঁর ভাষ্যমতে, 

'তাদের (ইংল্যান্ডের) ক্রিকেট খেলার ধরণও দারুণ-আমি আসলেই তাদের ওয়ানডে ক্রিকেট খেলা পছন্দ করি। এখানে অনেক এক্স ফ্যাক্টর ক্রিকেটার এবং ম্যাচ জেতানো খেলোয়াড় আছে। যদি তাদের প্রত্যেকে জ্বলে উঠতে পারে তাহলে তাদেরকে পরাজিত করা অনেক বেশি কঠিন হবে।'

উল্লেখ্য বিশ্বকাপে প্রথম ম্যাচেই মাঠে নামবে ইংলিশরা। ৩০শে মে তাদের প্রতিপক্ষ থাকছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি র‍্যাঙ্কিংয়ে বর্তমানে এক নম্বর ওয়ানডে দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে ইংল্যান্ড। তাদের পরের স্থানে রয়েছে ভিরাট কোহলির ভারত। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অবস্থান পঞ্চমে।