অস্ট্রেলিয়া-পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে শঙ্কায় ম্যাক্সওয়েল

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 21:57 বুধবার, 20 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে ফিটনেস দুশ্চিন্তায় পড়েছেনঅস্ট্রেলিয়া ক্রিকেট দলের ব্যাটিং অলরাউন্ডার গ্ল্যান ম্যাক্সওয়েল। শারীরিক অসুস্থতার কারণে আগামী ২২শে মার্চ শারজাহতে অনুষ্ঠিতব্য প্রথম ওয়ানডেতে অনুপস্থিত থাকতে পারেন এই অজি হার্ডহিটার।  

তবে প্রথম ওয়ানডেতে ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কা থাকলেও দলে অন্তর্ভুক্তি ঘটতে পারে স্পিন তারকা নাথান লায়নের। বুধবার তাঁকে বোলিং অনুশীলন করতেও দেখা গিয়েছে। প্রথম ওয়ানডেতে শারজাহর উইকেট স্পিন সহায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় লায়নকে খেলানোর কথা ভাবছে অজি টিম ম্যানেজমেন্ট।

লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সাথে স্পিন বিভাগ সামলাবেন তিনি।  শারজাহর উইকেটের কথা মাথায় রেখে প্রথম দুই ওয়ানডেতে স্পিনারদের ওপর জোর দিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। স্পিন সহায়ক উইকেটের প্রত্যাশা করে তিনি বলেছেন,  

'এখানকার পরিসংখ্যান বলছে এখানে স্পিন অনেক বড় ভূমিকা পালন করে। আমি তাঁদের কাছে স্পিন আশা করবো। আপনি যদিও নিশ্চিত করে কিছু বলতে পারবেন না। এখানকার উইকেট দ্রুতই ধীর হতে পারে এবং স্পিনও ধরতে পারে কিছুটা। আমি মনে করি এটাই বৈশিষ্ট্য এখানকার, বিশেষ করে শারজাহতে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচের জন্য।'

ফিঞ্চের পাশাপাশি স্পিনার খেলানোর দিকে গুরুত্ব দিয়েছেন অজি পেসার নাথান কোল্টার নাইল। শারজাহতে দুই স্পিনার খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি। পাকিস্তানের স্পিনারদেরও প্রশংসা করেছেন এই পেসার। একটি জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করে কোল্টার নাইল বলেছেন,   

'স্পিন উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। আমাদের দুই জন স্পিনার আছে। আমি অবাক হবো যদি তারা উভয়ে একসাথে না খেলে। তাদেরও কোয়ালিটি স্পিনার রয়েছে। সুতরাং এটি অনেক ভালো একটি লড়াই হবে।' 

উল্লেখ্য পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। ২২শে মার্চ এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার পর বাকি চার ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২৪, ২৭, ২৯ এবং ৩১ শে মার্চে। বিশ্বকাপের আগে এই সিরিজটিই পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার জন্য শেষ সিরিজ।