বিশ্বকাপ ২০১৯

ভারতকে দ্রাবিড়ের সতর্কবার্তা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 21:08 বুধবার, 20 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাটিতে ওয়ানডে সিরিজ হেরে যাওয়াকে ভারতের জন্য একটি সর্তক সঙ্কেত হিসেবে দেখছেন সাবেক কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাভিড়। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজটি ২-৩ এ হেরে যাওয়ার পর ভিরাট কোহলির দলকে সাবধান করেছেন তিনি।   

বিশ্বকাপের মতো টুর্নামেন্টে হেসে খেলে শিরোপা জেতা যে সম্ভব হবে না সেটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দ্রাবিড়। এই কারণে কোহলি বাহিনীকে অনেক বেশি ভালো খেলার পরামর্শ দিয়েছেন এই সাবেক ক্রিকেটার। ভারতকে সতর্কবাণী দিয়ে তিনি বলেছেন, 

'আমি মনে করি যে সকলের একটি ধারণা আছে যে আমরা বিশ্বকাপের মঞ্চে নামবো এবং শিরোপা জিতবো সহজেই। সুতরাং আমি বলবো যা হয়েছে সেটি ভালোই হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি আমাদের মনে করিয়ে দিয়েছে যে আমাদের বিশ্বকাপে অনেক অনেক বেশি ভালো খেলতে হবে।'

গত কয়েক বছরে অবশ্য যথেষ্ট উন্নতি করেছে ভারতীয় ক্রিকেট দল। বর্তমানে দলটির সামঞ্জস্যতাও দারুণ। নিজেদের সামর্থ্যের প্রমাণ প্রতিনিয়তই দিয়ে আসছে তারা। সুতরাং বিশ্বকাপে নিঃসন্দেহে ফেভারিটের তালিকায় এগিয়ে আছে তারা। তবে এরপরেও বিশ্বকাপ যে যথেষ্ট কঠিন হবে কোহলিদের জন্য সেটি জানিয়ে দিয়েছেন দ্রাবিড়। তাঁর ভাষ্যমতে,  

'এক দিক থেকে আমি মনে করি দলের ব্যালেন্স ঠিক আছে। গত কয়েক বছর ধরে ভারত বেশ ভালো করে আসছে। কথা উঠেছিলো যে আমরা সেখানে যাবো এবং বিশ্বকাপ জিতে ফিরবো খুব সহজেই কারণ আমরা যথেষ্ট ভালো দল এবং আমরা ওয়ানডে ক্রিকেটে ছড়ি ঘোরাচ্ছি গত কয়েক বছর থেকে। আমি এখনও বিশ্বাস করি যে আমরা ফেভারিটের কাতারে থেকেই টুর্নামেন্টে খেলবো। তবে এটি বেশ কঠিন হবে এবং যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ হবে।'

উল্লেখ্য আগামী ৩০শে মে থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ই জুন তারিখে।