ইংলিশ কাউন্টি

ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে চান প্রোটিয়া অলিভিয়ের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:15 বুধবার, 20 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

গতমাসেই কোলপাক চুক্তিতে জড়িয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে বিদায় বলেছেন পেসার ডুয়াইন অলিভিয়ের। ইতিমধ্যে তিনি ইংল্যান্ডের কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরতে আগ্রহী।

তবে দক্ষিণ আফ্রিকার হয়ে নয়। তিনি ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে চান। সম্প্রতি ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে অলিভিয়ের বলেছেন, ইংল্যান্ডের হয়ে সাদা পোষাকে মাঠে নামতে পারলে এটা তাঁর জন্য দারুণ কিছু হবে।

‘দক্ষিণ আফ্রিকার হয়ে আমার ক্যারিয়ার শেষ। তবে ভবিষ্যতে টেস্ট খেলতে চাই, সেটা ইংল্যান্ডের হয়ে! আমি মনে করি পৃথিবীতে যা ঘটে সেটা কোন বিশেষ কারণেই ঘটে। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলাই আমার লক্ষ্য। সেটা দারুণ একটা ব্যাপার হবে।’

চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে সেরা বোলার ছিলে অলিভিয়ের। তিন ম্যাচে ২৪ উইকেট নিয়ে পাকিস্তানকে একাই ধসিয়ে দিয়েছিলেন। প্রোটিয়াদের বিশ্বকাপ দলেও তাঁর সুযোগ পাওয়ার জোড় সম্ভাবনা ছিল।

তবে কোলপাক চুক্তিতে জড়িয়ে এখানেই দক্ষিণ আফ্রিকার হয়ে নিজের ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। এখনও তিনি মনে করেন তাঁর নেয়া সিদ্ধান্তটিই সঠিক। কাউন্টি ক্রিকেট তাঁর ব্যক্তিগত খেলাটাকে উন্নত করবে বলেই বিশ্বাস তাঁর।

‘এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত ছিল। আমার পরিবার ও আমার ভবিষ্যতের জন্য এটা করতেই হতো। এটা কিছু মানুষ বুঝবে, কেউ আবার বুঝবে না। সেটা নিয়ে আসলে মাথা ঘামাচ্ছি না। দিনশেষে এটা আমার জীবন, সিদ্ধান্তটাও আমার। কাউন্টি ক্রিকেট খেললে আমার খেলারও উন্নতি হবে।’