বাটলার-কোহলি প্রসঙ্গ

কোহলির পর্যায়ে যেতে চান বাটলার

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:09 মঙ্গলবার, 19 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। টেস্টে তাঁর ব্যাটিং গড় ৫৫এর কাছাকাছি। আর ওয়ানডেতে সেটা ৬০ ছুঁইছুঁই। ইংল্যান্ড দলের তারকা ব্যাটসম্যান জস বাটলার মনে করেন কোহলির পর্যায়ে যাওয়া সম্ভব তাঁর পক্ষে।

বাটলার নিজের সামর্থ্যে বিশ্বাস রাখছেন। তিনি মনে করেন তাঁর আরও উঁচু পর্যায়ে যাওয়া সম্ভব। কোহলির মতো প্রতি ম্যাচেই সেঞ্চুরি করার মানসিকতা রাখতে চান তিনি। সম্প্রতি মেইল অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।

‘আমি জানি আরও উঁচু পর্যায়ে উঠতে পারি। সেটি কোহলির মতো কেউ যে প্রায় প্রতি ম্যাচেই সেঞ্চুরি করে। সমস্যা নেই, একসময় এমন পর্যায়ে পৌঁছাতে পারব। তবে প্রায় প্রতি ম্যাচেই ওটা (সেঞ্চুরি) করার মানসিকতা রাখতে চাই।’

অবশ্য পরিসংখ্যান বলছে কোহলির চেয়ে অনেকটাই পিছিয়ে আছেন বাটলার। টেস্ট ও ওয়ানডে ফরম্যাট মিলিয়ে ভারতীয় দলপতির সেঞ্চুরির সংখ্যা মোট ৬৬টি। সদ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি।

অন্যদিকে, বাটলার তাঁর ক্যারিয়ারে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৮টি সেঞ্চুরি করেছেন। এর মধ্যে ১টি টেস্টে ও বাকি ৭টি ওয়ানডে ম্যাচে। ফলে বাকি ক্যারিয়ারে ধারাবাহিক হতে পারলে কোহলিকে ছোঁয়া অসম্ভব নয় তাঁর জন্য।

কোহলি বর্তমান সময়ে যেকোনো ব্যাটসম্যানের চেয়েই এগিয়ে আছেন। চলতি বছর ইতিমধ্যে ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ১১টি ম্যাচ খেলে। এর মধ্যে বেশ কয়েকটি ম্যাচে তিনি নব্বইয়ের ঘরে গিয়ে আউট হয়েছেন।

গত তিন বছরে ৫১ ওয়ানডে খেলে ১৫ সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতীয় দলপতি। সেই তুলনায়, বাটলারেরও দারুণ প্রতিভা আছে। তবে কোনো ভাবেই ধারাবাহিক হতে পারছেন না তিনি। অবশ্য গত আইপিএলে ১৩ ম্যাচে ১৫৫ স্ট্রাইক রেটে ৫৪৮ রান করে দারুণ ধারাবাহিকতার নজির গড়েছিলেন বাটলার।