আফগানিস্তান-আয়ারল্যান্ড

টেস্টের জন্য তৈরি আফগানিস্তান

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 14:17 মঙ্গলবার, 19 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই জয় তুলে নিয়েছে আফগানিস্তান। আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে তারা এরই মধ্যে। 

আর এই জয়ের পর আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী জানিয়েছেন টেস্টের সাদা পোশাকের জন্য পুরোপুরি প্রস্তুত তারা এখন। আইরিশদের বিপক্ষে বল হাতে দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৫ উইকেট নিয়েছিলেন স্পিনার রশিদ খান। তাঁর দারুণ এই পারফর্মেন্সর উদাহরণ টেনে নবী জানিয়েছেন,  

'রশিদ গতকাল প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছে, এটি ছিলো অনেক গর্বের একটি বিষয়। এটি প্রমাণ করেছে যে আমরা টেস্ট ক্রিকেটের জন্য তৈরি।'   

গোটা আফগানিস্তানের জন্যই এই জয়কে ঐতিহাসিক হিসেবে বিবেচিত করেছেন নবী। পাশাপাশি জয়ের অন্যতম দুই নায়ক রহমত শাহ এবং ইহসানুল্লাহর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। প্রথম ইনিংসে ৯৮ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন রহমত। 

আফগানদের ৩১৪ রানের সংগ্রহে তাঁর অবদান ছিলো অপরিসীম। অপরদিকে দ্বিতীয় ইনিংসে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন ওপেনার ইহসানুল্লাহ। অলরাউন্ডার নবী তাই বলেছেন,  

'এটি গোটা আফগানিস্তানের জন্য ঐতিহাসিক একটি দিন। প্রতিটি ফরম্যাটই ভিন্ন। টেস্ট ক্রিকেটের ভিন্নধর্মী স্বাদ রয়েছে। যেভাবে আমাদের ছেলেরা ব্যাটিং এবং বোলিং করেছে এবং যেভাবে তারা ফিরে এসেছে, বিশেষ করে রহমত শাহ এবং ইহসানুল্লাহ ব্যাট করেছে যেভাবে তা আসলেই দুর্দান্ত ছিলো।'