ডিপিএল ২০১৯

বিজয়-এশওয়ারানের সেঞ্চুরি, আরিফুলের তান্ডব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:49 মঙ্গলবার, 19 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সাভারে চলতি ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) মাঠে নেমেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচটিতে টসে জিতে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান। 

আরিফুলের তান্ডবঃ

 ক্রিজে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছেন আরিফুল হক। শেখ জামালের বোলারদের বেধড়ক পিটিয়ে ২২ বলে ফিফটি তুলে নিয়েছেন এই ব্যাটসম্যান। তাঁর ঝড়ো ৩২ বলে ৬৭ রানের উপর ভর করে ৩৪৪ রানের বিশাল পুঁজি পেয়েছে প্রাইম ব্যাংক।

বিজয়ের পর এশওয়ারানঃ

এশওয়ারানের সঙ্গে ১৯৪ রানের জুটি গড়ে বিজয়ে সেঞ্চুরি তুলে নিয়ে বিদায় নিয়েছেন ১০১ রানে। তাঁকে সঙ্গ দেয়া এই ভারতীয় রিক্রুটও দুর্দান্ত ব্যাট করে তুলে নিয়েছেন শতক।শতক হাঁকানোর পর এশওয়ারান ইনিংস লম্বা করে হাঁটছিলেন দেড়শোর পথে। কিন্তু ব্যক্তিগত ১৩৩ রানে জিয়াউর রহমানকে উইকেট ছুঁড়ে দেন তিনি।

বিজয়ের শতকঃ

আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পর সেই ধারাবাহিকতা এই ম্যাচেও ধরে রেখেছেন প্রাইম ব্যাংকের ওপেনার আনামুল হক বিজয়। শেখ জামালের বিপক্ষে দারুণ ব্যাট করে ১১৮ বলে সেঞ্চুরি তুলে নেন প্রাইম ব্যাংক দলপতি। কিন্তু শতক হাঁকানোর পরই ১০১ রানে সাজঘরে ফেরেন এই ওপেনার। 

শুরুতেই বিপদে প্রাইম ব্যাংকঃ 

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয় নি প্রাইম ব্যাংকের। ইনিংসের প্রথম ওভারেই রুবেল মিয়ার উইকেট তুলে নেন শহিদুল ইসলাম। ওভারের চতুর্থ বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে বসেন তিনি।

বিজয়-এশওয়ারানের জুটিঃ 

স্কোরবোর্ডে কোন রান যোগ না করেই রুবেল মিয়া বিদায় নিলেও বড় জুটি গড়েছেন আনামুল হক বিজয় এবং ভারতীয় রিক্রুট অভিমান্ন্যু এশওয়ারান। ইতিমধ্যে দুজনই তুলে নিয়েছেন ফিফটি। দুজনই হাঁটছেন শতকের পথে।

সংক্ষিপ্ত স্কোরঃ 

প্রাইম ব্যাংকঃ ৩৪৪/৫ (৫০ ওভার)

(আরিফুল ৬৭*, বিজয় ১০১, এশওয়ারান ১৩৩) (তানবির হায়দার ২/২৭)