আফগানিস্তান-আয়ারল্যান্ড

দ্বিতীয় টেস্টেই জয় পেল আফগানিস্তান

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 13:59 সোমবার, 18 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

দেরাদুনে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান। নিজেদের টেস্ট ইতিহাসের মাত্র দ্বিতীয় ম্যাচেই অভিষেক জয় তুলে নিয়েছে আসগর আফগানের দল। টেস্ট ইতিহাসে দ্রুততম জয় পাওয়ার দিক দিয়ে এখন যৌথভাবে দ্বিতীয় নম্বরে আছে আফগানরা। নিজেদের প্রথম টেস্টে একমাত্র দল হিসেবে জয় পাওয়া দল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে আফগানিস্তানের পাশাপাশি জয় পাওয়া বাকি দুই দল পাকিস্তান এবং ইংল্যান্ড। 

জয়ের জন্য আফগানিস্তানকে ১৪৭ রানের মামুলি লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল আয়ারল্যান্ড। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানে ওপেনার মোহাম্মদ শেহজাদ ফিরে গেলেও দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৯ রান যোগ করেন রহমত শাহ এবং ইনসানউল্লাহ জানাত।

রহমত শাহ ১২২ বলে ৭৬ করে সাজঘরে ফিরে যাওয়ার খানিক পর ১ রানে থাকা অবস্থায় রান আউটের ফাঁদে পড়েন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। ক্রিজে নেমে প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে আফগানিস্তানের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন হাশমতউল্লাহ শাহিদি।  ইনসানউল্লাহ জানাত অপরাজিত থাকেন ৬৫ রানে।

এর আগে ম্যাচের প্রথম দিন টসে জিতে প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড অল আউট হয় মাত্র ১৭২ রানে। দলের পক্ষে টিম মুরতাগ করেন সর্বোচ্চ ৫৪ রান। আফগানিস্তানের পক্ষে ইয়ামিন আহমেদজাই এবং মোহাম্মদ নবি নেন ৩টি করে উইকেট।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রহমত শাহ'র ৯৮ রানের উপর ভর করে ৩১৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। এছাড়া আসগর আফগান ৬৭ এবং হাশমতউল্লাহ শাহিদি করেন ৬১ রান। আয়ারল্যান্ডের পক্ষে স্টুয়ার্ট থমসন শিকার করেন ৩ উইকেট।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রশিদ খানের ঘূর্ণিতে ২৮৮ রানে গুটিয়ে যায় আইরিশরা। সর্বোচ্চ ৮৮ রান আসে অ্যান্ডি বেলব্রিনের ব্যাট থেকে। ৮২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন রশিদ খান। 

জয়ের জন্য আফগানদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৪৭ রানের। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটের জয় তুলে নেয় আসগর আফগানের দল। 

সংক্ষিপ্ত স্কোরঃ 

আয়ারল্যান্ড প্রথম ইনিংসঃ ১৭২ অল আউট (৬০ ওভার)

(টিম মুরতাগ ৫৪*), (মোহাম্মদ নবি ৩/৩৬)

আফগানিস্তান প্রথম ইনিংসঃ ৩১৪ অল আউট (১০৬.৩ ওভার)

(রহমত শাহ ৯৮), (স্টুয়ার্ট থমসন ৩/২৮)

আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ২৮৮ অল আউট (৯৩ ওভার)

(অ্যান্ডি বেলব্রিন ৮৮*) (রশিদ খান ৫/৮২)

(আফগানিস্তান দ্বিতীয় ইনিংসঃ ১৪৯/৩(৪৭.৫ ওভার)

(রহমত শাহ ৭৬), (জেমন্স ক্যামেরুন ১/২৪)