পিএসএল

পিএসএলের আগামী আসর পাকিস্তানে

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 00:22 সোমবার, 18 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৮টি ম্যাচ আয়োজন করা হয়েছে পাকিস্তানের মাটিতে। আগামী বছর পিএসএলের পুরো আসর পাকিস্তানে আয়োজনের ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি।

পিএসএলের ফাইনালের আগে এই কথা বলেছেন তিনি। করাচিতে অনুষ্ঠিত ৮ ম্যাচে অংশ নেয়া বিদেশী খেলোয়াড়, কর্মকর্তা ও ট্যাকনিক্যাল স্টাফদের তিনি পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত পিএসএলে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

'পরিশেষে আমি বলতে চাই সকল বিদেশী খেলোয়াড়, কর্মকর্তা ট্যাকনিক্যাল সাপোর্ট দল আপনারা নিজেরা পাকিস্তানের ক্রিকেটের জন্য আবেগ ও ভালোবাসা দেখেছেন। আগামী বছর পাকিস্তানে পিএসএলের সব ম্যাচে আপনাদের স্বাগত জানাতে চাই।'

পিএসএলের এবারের আসরের শেষ ৮টি ম্যাচ সফল ভাবে আয়োজনের জন্য করাচিকে ধন্যবাদ জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান। তাদের ভালোবাসা ও সমর্থনের প্রশংসা করেছেন তিনি।

'সবচেয়ে বড় পুরষ্কার দেয়া উচিত করাচির জনগনকে। আপনারা যেভাবে সমর্থন দিয়েছেন এবং পিএসএলকে যেভাবে কাছে টেনে নিয়েছেন এজন্য। আপনাদের ভালোবাসা ও সমর্থন অসাধারণ ছিল।'