আফগানিস্তান-আয়ারল্যান্ড সিরিজ

১৪২ বছরে প্রথম মুরতাঘ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:32 রবিবার, 17 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হারের শঙ্কায় আয়ারল্যান্ড। তারপরও ব্যাট হাতে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন আইরিশ ক্রিকেটার টিম মুরতাঘ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১১ নম্বরে নেমে দুই ইনিংসেই ২৫ রানের বেশি রান করেছেন তিনি।

দেরাদুন টেস্টের তৃতীয় দিনে আয়ারল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৮৮ রানে অল আউট হয়েছে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তান ১ উইকেট হারিয়ে ২৯ রান করে দিন শেষ করেছে।

এই টেস্টের প্রথম ইনিংসে মুরতাঘ ৫৪ রানে অপরাজিত ছিলেন। তাঁর এই ইনিংসের সুবাদেই ১৭২ রানের সম্মানজনক পুঁজি পেয়েছিল আয়ারল্যান্ড। নাহলে আরও কম রানেই গুটিয়ে যেত আইরিশদের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে করেছেন ২৭ রান, যা তাকে টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের ইতিহাসের রেকর্ডে জায়গা করে দিয়েছে। দেরাদুন টেস্টের এখনও আরও দুইদিন বাকি। ফলে ১১৮ রানে পিছিয়ে থাকা আফগানিস্তানের জয়ের সম্ভাবনাই বেশি।

চতুর্থ দিনে নাটকীয় কিছু না হলে জিততে চলেছে আফগানরাই। তবে এই টেস্টে একমাত্র পাওয়া মুরতাঘের এই রেকর্ড। গত বছর ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে আফগানিস্তানের।

ওই ম্যাচে ইনিংস আর ২৬২ রানে হেরে যায় আফগানরা। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলে আয়ারল্যান্ড। সেই ম্যাচে তারা ৫ উইকেটে হারের স্বাদ পায়। দুই দলই দেরাদুনে নিজেদের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছে।