নিউজিল্যান্ড-বাংলাদেশ

শনিবার রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 17:43 শুক্রবার, 15 মার্চ, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর সফর শেষ না করেই দেশে ফিরে আসছে বাংলাদেশ দল। জানা গিয়েছে আগামী কালই বাংলাদেশের উদ্দেশ্যে নিউজিল্যান্ড ছাড়বেন জাতীয় দলের ক্রিকেটাররা।

শনিবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ১২ টায় দেশের পথে রওনা হবেন  ক্রিকেটাররা। ঢাকায় পৌঁছাবেন রাত ১০.৪০ মিনিটে।

দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আশাবাদী একসাথে সকল ক্রিকেটারদের নিয়েই দেশে ফিরে আসতে পারবেন।

শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের শেষ টেস্টটি। কিন্তু শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার সময় দক্ষিণ হেগলি পার্কে অবস্থিত মসজিদ থেকে বের হওয়ার সময় গোলাগুলির মুখে পড়েন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।     

এরপর সেখানকার পথচারীরা ডিনস এভিনিউয়ের দিকে ক্রিকেটারদের যেতে নিষেধ করেন। পরবর্তীতে আতঙ্কিত তামিমরা দ্রুত হেগলি পার্ক ত্যাগ করেন এবং হেগলি ওভালে ফিরে ড্রেসিং রুমে অবস্থান নেন। 

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর টেস্ট সিরিজেও ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ দল।