নিউজিল্যান্ড-বাংলাদেশ

হামলার খবর শুনেই তামিমকে আফ্রিদির ফোন

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 16:25 শুক্রবার, 15 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর তামিম ইকবালকে দ্রুত ফোন দিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং সদ্য সমাপ্ত বিপিএলে তাঁর কুমিল্লা ভিক্টোরিয়ান্স সতীর্থ শহীদ আফ্রিদি। এই ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন এই পাকিস্তানী তারকা।

নিউজিল্যান্ড শান্তিপূর্ণ দেশ হওয়ায় সেখানে এমন ঘটনা ঘটবে বলে কোনদিন আশা করেন নি আফ্রিদি। সন্ত্রাস বন্ধ করতে সকলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

'ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলা। আমি সবসময় নিউজিল্যান্ডকে শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখেছি। দেশটির মানুষ খুব বন্ধুত্বপরায়ণ। আমি তামিমের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশের খেলোয়াড় ও স্টাফরা নিরাপদে আছেন। 

'সুখের বার্তা সেটাই। এসব বিষয়ে সারাবিশ্বের একজোট হওয়া উচিত। সন্ত্রাস ছড়ানো বন্ধ করা উচিত। হামলায় নিহতদের জন্য দোয়া করি। আল্লাহ্‌ সহায় হন।'

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) এক সাথে পেশোয়ার জামলির হয়ে খেলেছেন তামিম এবং আফ্রিদি। এছাড়া চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে সঙ্গী হিসেবে ছিলেন তাঁরা।

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার কারণে সিরিজের শেষ টেস্টটি বাতিল করা হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তে চলতি সফরটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের শেষ টেস্টটি।