নিউজিল্যান্ড-বাংলাদেশ

বাংলাদেশ দল নিরাপদে, স্বস্তিতে শোয়েব আখতার

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 15:13 শুক্রবার, 15 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রাইস্টচার্চে মসজিদের ভিতর সন্ত্রাসী হামলার জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। এই ঘটনার সময় বাংলাদেশি ক্রিকেটাররা সুস্থ আছেন, জেনে স্বস্তিও প্রকাশ করেছেন তিনি।

এই হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।  হামলাকারীর প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করে টুইটারে শোয়েব লিখেছেন,

'ক্রাইস্টচার্চে মসজিদের মধ্যে সন্ত্রাসী হামলার ছবি দেখলাম। আমি স্তম্ভিত। আমরা কি এখন আমাদের প্রার্থনার জায়গার ভেতরেও নিরাপদ নই?

'এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাই। আমি আনন্দিত, যে বাংলাদেশের খেলোয়াড়রা নিরাপদ আছে।'

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার কারণে সিরিজের শেষ টেস্টটি বাতিল করা হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তে চলতি সফরটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের শেষ টেস্টটি। কিন্তু শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার সময় দক্ষিণ হেগলি পার্কে অবস্থিত মসজিদ থেকে বের হওয়ার সময় গোলাগুলির মুখে পড়েন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।     

এরপর সেখানকার পথচারীরা ডিনস এভিনিউয়ের দিকে ক্রিকেটারদের যেতে নিষেধ করেন। পরবর্তীতে আতঙ্কিত তামিমরা দ্রুত হেগলি পার্ক ত্যাগ করেন এবং হেগলি ওভালে ফিরে ড্রেসিং রুমে অবস্থান নেন।