নিউজিল্যান্ড-বাংলাদেশ

অবশেষে ঘুম ভাঙ্গলো বিসিবির

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 14:30 শুক্রবার, 15 মার্চ, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডনডেন্ট ||

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর বিসিবি কর্তারা নিরাপত্তা ইস্যুতে আরও সচেতন হবে। বাংলাদেশ দল বিদেশ সফরে গেলে যথেষ্ট নিরাপত্তা পায় না বললেই চলে। বিসিবিও কখনই নিরাপত্তা ইস্যুতে খুব বেশি উচ্চবাচ্য করেনি। ক্রাইস্টচার্চের ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা ইস্যুতে হেলাফেলা করার সুযোগ থাকছে না। 

ভারতীয় দলের প্রতিটি ক্রিকেটারের সাথে সর্বদা নিরাপত্তা কর্মী থাকে। কিন্তু ক্রাইস্টচার্চে নামাজ পড়তে যাওয়া বাংলাদেশ দলের অধিকাংশ সদস্যের সাথে ছিল না কোন নিরাপত্তা কর্মী কিংবা কোন লিয়াজোঁ অফিসার। 

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন অবশ্য ভবিষ্যতে নিরাপাত্তা ইস্যুতে আরও সতর্ক হওয়ার আশ্বাস দিয়েছেন। তাঁর বাসভবনে সাংবাদিকদের তিনি বলেছেন, 

'আজকের এই ঘটনার পর সব বদলে যাবে। এই ব্যাপারে কোন সন্দেহ নাই। এখানে সমস্যা আপনাকে বলি। যদি সিকিউরিটি পারসন পাঠিয়েও দেই এখান থেকে আর তিন গ্রুপ হয় তবে যে গ্রুপ মসজিদে যাচ্ছে তাদের সঙ্গে যদি যায় তাহলে অন্য গ্রুপের সঙ্গে যদি ঘটে, তখন কি হবে। আমাদের সমস্ত কিছু সামলে নিয়ে দেখতে হবে। কি দরকার। 

'কোন দেশে যখন আমরা খেলতে যাচ্ছি ওই দেশ থেকে কি প্রয়োজন, আমাদের তরফ থেকে কি প্রয়োজন সেটা দেখতে হবে। আমার ধারণা যতটুকু সম্ভব এখন এটা করবে। কারণ এতদিন আমাদের এটা করা যে দরকার তা মনেই হয়নি, প্রয়োজনই হয়নি। অন্য দেশেরও একই অবস্থা। এমন না যে অন্যরা নিরপত্তা পাচ্ছে আমরা পাচ্ছি না তা না।'

বোর্ড প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, বিদেশ সফরে বাংলাদেশ দলকে যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত না করলে সফর করবে না বাংলাদেশ দল।  

'তবে আজকের ঘটনার পর এটা নিশ্চিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন থেকে যেই দেশেই আমাদের দল যাক না কেন, আমাদের মিনিমান রিকয়ার্ড সিকিউরিটি এনশিউর করতে হবে। এটা যারা দিতে পারবে তাদের ওখানেই আমরা খেলতে যেতে পারব এছাড়া খেলতে যাওয়া সম্ভব না।'