শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা সিরিজ

ইনজুরির কবলে লঙ্কান স্পিনার অ্যাম্বুলদেনিয়া

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:11 শুক্রবার, 22 ফেব্রুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

লঙ্কান স্পিনার লাসিথ অ্যাম্বুলদেনিয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনে তিনি তাঁর বাঁহাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন। তারপরই তাকে পরীক্ষার জন্য পাঠানো হয়।

চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী তাঁর বাঁহাতের বুড়ো আঙুলের হাড় ভেঙে গেছে। যে কারণে তাকে অস্ত্রোপচার করাতে হচ্ছে। আগামী বৃহস্পতিবারই তাঁর অস্ত্রোপচারের কথা রয়েছে।

২২ বছর বয়সী এই স্পিনার রাবাদাকে করা নিজের একটি বল ফলো থ্রুতে ফেরাতে গিয়ে আঙুলে চোট পান। এরপর আর বোলিং করতে পারেননি তিনি। মাঠের বাইরে চলে যান এই স্পিনার।

ইনজুরির কারণে লঙ্কানদের হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামতে পারেননি তিনি। ফলে শ্রীলঙ্কা ১ উইকেট কম নিয়ে খেলে তারা আউট হয়েছে ১৫৪ রানে। পোর্ট এলিজাবেথ টেস্টে শ্রীলঙ্কা দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার তিনি।

এটি তাঁর দ্বিতীয় টেস্ট। এর আগে ডারবানে সিরিজের প্রথম টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে অভিষেক হয়েছে অ্যাম্বুলদেনিয়ার। অভিষেক ম্যাচের দ্বিতীয় ইনিংসেই ৫ উইকেট নিয়ে দলের জন্য দারুণ অবদান রেখেছেন।

চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে অ্যাম্বুলদেনিয়ার অভাব বুঝতে দেননি সুরাঙ্গা লাকমল ও ধনজয়া ডি সিলভারা। তাদের কল্যাণে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ১২৮ রানে। ফলে ১৯৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা।