বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ

পরিসংখ্যানে বাংলাদেশ-নিউজিল্যান্ড

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 23:08 শুক্রবার, 22 ফেব্রুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত বাংলাদেশের ভাগ্য একবারও সহায় হয়নি। ওয়ানডেতে তো বটেই টেস্টেও কিউইদের কাছে প্রতিনিয়ত ধরাশায়ী হতে হয়েছে টাইগারদের। এবারের সফরটি ছাড়া মোট ৪ বার নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ। কিন্তু একটি টেস্টেও জয়ের মুখ দেখেনি তারা।

সর্বশেষ ২০১৭ সালে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলো বাংলাদেশ। কিন্তু সেবার প্রথম টেস্টে ৭ উইকেটে হেরেছিলো তারা স্বাগতিকদের কাছে। এরপর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে পরাজিত হয়ে হোয়াইটওয়াশ হয় লাল সবুজের দেশটি। 

একই পরিণতি টাইগার বরণ করে নিয়েছিলো ২০১০, ২০০৮ এবং ২০০১ সালেও।  ২০১০ সালে একমাত্র টেস্টে ১২১ রানের ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করেছিলো নিউজিল্যান্ড। তার আগে ২০০৮ সালে সিরিজের প্রথম টেস্টে ইনিংস এবং ১৩৭ রানে জয়ী হয় কিউইরা। পরবর্তীতে দ্বিতীয় টেস্টে ৯ উইকেটের জয় পায় তারা।

তবে টাইগারদের সবথেকে বিবর্ণ পারফর্মেন্স ছিলো ২০০১ সালের প্রথম সফরটিতে। কেননা সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই ইনিংস ব্যবধানে পরাজিত হয় খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রথম ম্যাচে ইনিংস এবং ৫২ রান ও দ্বিতীয়টিতে ইনিংস এবং ৭৪ রানে পরাজিত হয় সফরকারীরা। 

এবার দুই বছর পর আবারও নিউজিল্যান্ডের মাটিতে খেলতে গিয়েছে বাংলাদেশ। আর এবারই প্রথম কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্বের হতাশাজনক পরিসংখ্যান কতটা বদলাতে সক্ষম হবে টাইগাররা সেটাই এখন দেখার বিষয়। 

এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড (টেস্ট)-  

তারিখ সিরিজ  ভেন্যু

ফলাফল 

১৮/১২/২০০১ ২০০১-২০০২ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ  সেডন পার্ক

নিউজিল্যান্ড ইনিংস এবং ৫২ রানে জয়ী 

২৬/১২/২০০১ ২০০১-২০০২ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ  বেসিন রিজার্ভ

নিউজিল্যান্ড ইনিংস এবং ৭৪ রানে জয়ী 

০৪/০১/২০০৮ ২০০৭-২০০৮ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ  ইউনিভার্সটি ওভাল

নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী

১২/০১/২০০৮ ২০০৭-২০০৮ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ  বেসিন রিজার্ভ

নিউজিল্যান্ড ইনিংস এবং ১৩৭ রানে জয়ী 

১৫/০২/২০১০ ২০০৯-২০১০ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ  সেডন পার্ক

নিউজিল্যান্ড ১২১ রানে জয়ী 

১২/০১/২০১৭ ২০১৬-২০১৭ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ  বেসিন রিজার্ভ

নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী

২০/০১/২০১৭ ২০১৬-২০১৭ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ  হেগলি ওভাল 

নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী