বাংলাদেশ-নিউজিল্যান্ড

৪৪ রানের অপেক্ষায় মুশফিক

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 20:25 শুক্রবার, 22 ফেব্রুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮ তারিখ শুরু হতে যাওয়া প্রথম টেস্টে মাত্র ৪৪ রান করতে পারলেই দেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠে আসবেন টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিম।   

বর্তমানে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রান ওপেনার তামিম ইকবালের। ৫৬টি টেস্টে ৩৭.৮৪ গড়ে তাঁর মোট সংগ্রহ ৪০৪৯ রান। যেখানে ৮টি শতক এবং ২৫টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।  

তামিমের পরের স্থানটিই মুশফিকের। এখন পর্যন্ত ৬৬টি টেস্টে ৩৫.১৪ গড়ে ৪০০৬ রান সংগ্রহ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৬টি শতক এবং ১৯ অর্ধশতক রয়েছে তাঁর।  

তালিকায় এরপরের স্থান দুটিতে রয়েছেন যথাক্রমে সাকিব আল হাসান এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। টাইগার অলরাউন্ডার সাকিব ৫৫টি টেস্টে ৩৮০৭ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৩৯.৬৫ এবং শতক সংখ্যা ৫টি। এছাড়াও মোট ২৪টি অর্ধশতকের মালিক তিনি। 

চতুর্থতে থাকা বাশার অবসর নেয়ার আগে ৫০টি টেস্ট খেলেছিলেন। যেখানে ৩০.৮৭ গড়ে ৩০২৬ রান সংগ্রহ করেছেন তিনি। ৩টি শতক সহ ২৪টি অর্ধশতক হাঁকিয়েছেন বর্তমানে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করা এই ক্রিকেটার। 

বাশারের পর পঞ্চমে অবস্থান করছেন আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের হয়ে ৬১টি টেস্ট ম্যাচে ২৪ গড়ে ২৭৩৭ রান করেছেন দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান। ৬টি শতক এবং ৮টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।