ভারত-অস্ট্রেলিয়া

শীর্ষে ওঠার খুব কাছে রোহিত শর্মা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 19:50 শুক্রবার, 22 ফেব্রুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

রবিবার সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টি টুয়েন্টি সিরিজের প্রথমটি খেলতে নামবে স্বাগতিক ভারত। আর এই ম্যাচটির আগে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

কেননা আর মাত্র দুটি ছয় হাঁকাতে পারলেই আন্তর্জাতিক টি টুয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ ছয়ের রেকর্ডটি নিজের করে নিবেন তিনি। এখন পর্যন্ত মোট ৯৩টি ম্যাচে ১০২টি ছয় নিয়ে তালিকার তৃতীয়তে অবস্থান করছেন রোহিত।

তাঁর সামনে বর্তমানে শুধুই অবস্থান নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং ক্যারিবিয়ান ক্রিস গেইলের। ৭৬ ম্যাচে ১০৩টি ছয় নিয়ে দ্বিতীয়তে অবস্থান গাপটিলের। যেখানে ৫৬ ম্যাচে সমান সংখ্যক ছয় হাঁকিয়ে শীর্ষে অবস্থান করছেন উইন্ডিজ ব্যাটিং ঝড় গেইল। 

তালিকার চতুর্থ এবং পঞ্চমে অবস্থান যথাক্রমে কলিন মুনরো এবং ব্র্যান্ডন ম্যাককালামের। মোট ৫২টি ম্যাচে ৯২টি ছক্কা হাঁকিয়েছেন ৩১ বছর বয়সী কিউই ব্যাটসম্যান মুনরো।

অপরদিকে সাবেক তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাককালাম অবসর নেয়ার আগে ৭১টি ম্যাচে ৯১টি ছয় হাঁকিয়েছিলেন। 

এদিকে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানের সেরা দশের তালিকায় ভারতীয়দের মধ্যে রোহিত ছাড়া শুধু আছেন যুবরাজ সিং। ৫৮ ম্যাচে ৭৪ ছয় নিয়ে তাঁর অবস্থান নবমে।  

উল্লেখ্য কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন ৩১ বছর বয়সী ভারতীয় ওপেনার। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে খেলেছিলেন ৫০ এবং ৩৮ রানের দুটি দুর্দান্ত ইনিংস। 

এখন পর্যন্ত মোট ৯৩টি আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন রোহিত। যেখানে ৩২.৭৬ গড় এবং ১৩৮.০৪ স্ট্রাইক রেটে ২৩২৬ রান সংগ্রহ করেছেন তিনি। তাঁর রয়েছে ৪টি শতক এবং ১৬টি অর্ধশতক। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজেও তাঁর জ্বলে ওঠা দেখার অপেক্ষায় থাকবে ভারতীয়রা।