ভারতীয় ক্রিকেট

টেস্ট দলে জায়গা পুনরুদ্ধারে মরিয়া ঋদ্ধিমান

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 19:26 শুক্রবার, 22 ফেব্রুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরির কারণে ভারতের টেস্ট দলে এক বছরের বেশী সময় ধরে নেই উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। এবার কঠোর পরিশ্রম করে জাতীয় দলে ফিরতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাঙালি এই উইকেটরক্ষক জানান,

'ভারতের হয়ে অনেকেই ক্রিকেট খেলে। কেউ যদি ১৫ জনের দলে জায়গা পায় এটা তাঁর জন্য গর্ব করার মতই বিষয়। আমি এক বছর ধরে ভারতের ড্রেসিং রুমে নেই, সুতরাং আমার যদি দলে ফেরার সুযোগ আসে, আমি এর জন্য সবকিছু করব।' 

গত এক বছরে ভারতের টেস্ট দলে ঋদ্ধিমান ছাড়াও আরও তিন উইকেটরক্ষক খেলেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড সব উইকেটরক্ষককেই সুযোগ দিয়েছে, জানান ঋদ্ধিমান। এই মুহূর্তে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলা ঋদ্ধিমানের বিশ্বাস, ভালো পারফর্ম করলেই দলে জায়গা মিলবে তাঁর।

'দক্ষিণ আফ্রিকায় পার্থিব আমার ব্যাক আপ ছিল। ইংল্যান্ড সফরে দিনেশ কার্তিক এবং রিশভ পান্ত দুইজনই আমার ব্যাক আপ ছিল। সব মিলিয়ে চারজন উইকেটরক্ষক ছিল এই প্রতিযোগিতায় এবং সবাইকেই সুযোগ দেওয়া হয়েছে।

'আমাকে ভালো পারফর্ম করতে হবে। আগে আমি ভারতের এক নম্বর উইকেটরক্ষক ছিলাম, এখন রিশভ। আপনি যদি ভালো করতে পারেন, অবশ্যই জায়গা মিলবে।'

টেস্ট অভিষেকের পর থেকেই লড়াই করে জাতীয় দলে জায়গা করে নিতেন ৩৪ বছর বয়সী ঋদ্ধিমান। তাঁর সেই লড়াকু মনোভাব এখনও টিকে আছে, দাবি করেন তিনি।

'আমি সবসময় কঠোর পরিশ্রম করেছি। যখন মাহি ভাই (মহেন্দ্র সিং ধোনি) টেস্ট খেলত, তখন আমি দলের দ্বিতীয় উইকেটরক্ষক ছিলাম। কিন্তু আমার প্রস্তুতি ছিল এমন যে আমি ম্যাচ খেলছি। টেস্ট অভিষেকের পরেই আমি পরিশ্রম করা শিখে গিয়েছি, অথচ তখন আমি খুব কম খেলতাম।'