প্রস্তুতি ম্যাচ

ভোরে সাদা পোষাকে মাঠে নামছে বাংলাদেশ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:42 শুক্রবার, 22 ফেব্রুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে কদিন পরেই সাদা পোষাকের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। টেস্ট সিরিজ শুরুর আগে দুইদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে শনিবার মাঠে নামছে বাংলাদেশ।

লিংকনের বার্টসাটক্লিফ ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। বাংলাদেশ দলের নিয়মিত টেস্ট দলপতি সাকিব আল হাসান ইনজুরির কারণে আসন্ন এই সিরিজে নেই।

তাই সাকিবের বদলি হিসেবে এই ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেয়ার কথা রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। ওয়ানডে সিরিজ শেষে টেস্ট দলে ডাকা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকারকে।

মূলত সাকিব আল হাসানের বদলি হিসেবেই নেয়া হয়েছে তাকে। এর আগে মূল স্কোয়াডে থাকা ফাস্ট বোলার তাসকিন আহমেদও ছিটকে গিয়েছিলেন চোটে। তার জায়গায় নিউজিল্যান্ডে গিয়েছেন প্রথমবার দলে ডাক পাওয়া ইবাদত হোসেন।

প্রস্তুতি ম্যাচে ভালো করে নিউজিল্যান্ডের বিপক্ষে মূল টেস্টে একাদশে জায়গা করে নেয়ার দারুণ সুযোগ রয়েছে সৌম্য-ইবাদতদের। তাছাড়া, ব্যর্থতার ওয়ানডে সিরিজ ভুলে টাইগার টপ অর্ডারের রানের ফেরার লক্ষ্য থাকবে এই ম্যাচে।

টেস্টের বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, সৌম্য সরকার।

প্রস্তুতি ম্যাচের নিউজিল্যান্ড একাদশ: ভারত পপলি (অধিনায়ক), জ্যাকব ভুলা, ম্যাক্স চু, ব্লেক কোবার্ন, আন্ড্রু ফ্লেচার, নিক কেলি, বেন লকরোজ, কেন ম্যাকক্লার, অ্যাডাম মিলনে, এডওয়ার্ড নাটাল, ডেল ফিলিপস ও বেন সেয়ার্স।