ভারতীয় ক্রিকেট

টেস্ট বিশেষজ্ঞ পুজারার টি-টুয়েন্টি সেঞ্চুরি

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 15:34 শুক্রবার, 22 ফেব্রুয়ারি, 2019

 

|| ডেস্ক রিপোর্ট ||

১২ বছর আগে টি-টুয়েন্টি অভিষেক হওয়া পুজারার এটি প্রথম সেঞ্চুরি। ৬১ বল খেলে অপরাজিত ১০০ রানের ইনিংসে ১৪টি চার ও ১টি ছয় হাঁকিয়েছেন এই ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। স্বরাষ্ট্রের হয়ে রেলওয়ের বিপক্ষে এই ইনিংসটি খেলেছেন তিনি।

টি-টুয়েন্টি ফরম্যাটের সেঞ্চুরিতে অনেকে অবাক হলেও নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ ছিল না পুজারার। টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকার কারণেই ছোট ফরম্যাটে ভালো করতে পারছেন তিনি। ক্রিকইনফোকে তিনি বলেছেন, 

'আমি এই সেঞ্চুরিতে অবাক হই নি। তবে আমি নিশ্চিত অনেকেই অবাক হয়েছেন। আমি জানতাম আমার ক্যারিয়ারের কোনো না কোনো পর্যায়ে এমন কিছু আসবেই এবং সেঞ্চুরিটি সঠিক সময়েই এসেছে। আমি ভালো ব্যাটিং করে আসছি সাম্প্রতিক সময়ে। টেস্ট ক্রিকেটের ভালো ফর্ম ছোট ফরম্যাটে ভালো করতে সাহায্য করে।'

পুজারা এখন পর্যন্ত ভারতের হয়ে পাঁচটি ওয়ানডে খেলেছেন। ওয়ানডে ফরম্যাটে ভারতের জার্সিতে খেলার সুযোগ না পেলেও লিস্ট এ ক্রিকেটে নিয়মিত রান করে থাকেন তিনি। ৫০ ছাড়ানো গড়ে প্রায় ৫ হাজারের মতন রান করেছেন লিস্ট এ ক্রিকেটে।

কিন্তু আইপিএলের গত দুই আসরে অবিক্রিত থেকে গেছেন তিনি। এর আগে ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনটি ভিন্ন আইপিএল দলের হয়ে খেলেছিলেন পুজারা।