বিগ ব্যাশ

স্টার্সকে হারিয়ে প্রথম শিরোপা জিতলো রেনেগেডস

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 13:43 রবিবার, 17 ফেব্রুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

মেলবোর্ন স্টার্সকে ১৩ রানে হারিয়ে বিগ ব্যাশ লীগের (বিবিএল) অষ্টম আসরের শিরোপা নিজেদের করে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। বাংলাদেশ সময় ৯টা ৪৫ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৫ রান সংগ্রহ করেছিলো অ্যারন ফিঞ্চের রেনেগেডস।

এরপর খেলতে নেমে রেনেগেডস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩৭ রানে থামে গ্ল্যান ম্যাক্সওয়েলের স্টার্স। ফলে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় ফিঞ্চ বাহিনী। এরই সাথে বিগ ব্যাশে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেলো দলটি। 

বিগ ব্যাশের ফাইনাল এই ম্যাচে এদিন টসে জিতে রেনেগেডসদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন স্টার্স দলপতি ম্যাক্সওয়েল। পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে ডান হাতি ব্যাটসম্যান টম কুপার এবং অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ানের ব্যাটে ৫ উইকেট হারিয়ে মাঝারি পুঁজি পায় রেনেগেডস। কুপার ৩৫ বলে ৪৩ এবং ক্রিস্টিয়ান ৩০ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। মেলবোর্ন স্টার্সের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন জ্যাকসন বার্ড এবং অ্যাডাম জাম্পা। 

রেনেগেডসের ছুঁড়ে দেয়া ১৪৬ রানের জবাবে খেলতে নামার পর দুই ওপেনার বেন ডাঙ্ক এবং মার্কাস স্টয়নিসের ব্যাটে দারুণ সূচনা পেয়েছিলো স্টার্সরা। দুই ব্যাটসম্যান উদ্বোধনী জুটি গড়েছিলেন ৯৩ রানের।

তবে ৩৮ বলে ৩৯ রান করে ক্যামেরন বয়েসের বলে বোল্ড হয়ে স্টয়নিস ফিরলে ব্যাটসম্যানদের যাওয়া আশার মিছিল শুরু হয় স্টার্স শিবিরে। দলীয় ৯৯ রানের মাথায় ৪৫ বলে ৫৭ রান করে ডাঙ্কও আউট হয়ে গেলে আর কেউ সেভাবে হাল ধরতে পারেনি দলের ব্যাটিংয়ের।

শেষের দিকে অ্যাডাম জাম্পার ১০ বলে ১৭ রান শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে। রেনেগেডসকে দারুণ এই জয় এনে দেয়ার পেছনে মূল কৃতিত্ব ছিলো ক্রিস ট্রেমেইন, ক্যামেরন বয়েস এবং ড্যানিয়েল ক্রিস্টিয়ানের। এই তিন বোলারই তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৬টি উইকেট। আর ১টি উইকেট পেয়েছেন হ্যারি গার্নি। 

উল্লেখ্য এইবারই প্রথম বিগব্যাশের ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে মেলবোর্ন রেনেগেডস। আর প্রথমবারের ফাইনালেই বাজিমাত করলো তারা। অপরদিকে ২০১৬ সালের বিগব্যাশ ফাইনালে সিডনি থান্ডারের কাছে হেরেছিলো মেলবোর্ন স্টার্স।

সংক্ষিপ্ত স্কোরঃ 

মেলবোর্ন রেনেগেডস​​​​​​- ১৪৫/৫ (২০ ওভার) (কুপার-৪৩*, ক্রিস্টিয়ান-৩৮*; জাম্পা-২/২১, বার্ড-২/২৫)

মেলবোর্ন স্টার্স- ১৩২/৭ (২০ ওভার) (ডাঙ্ক-৫৭, স্টয়নিস-৩৯; ট্রিমেইন-২/২১, বয়েস- ২/৩০)

টসঃ মেলবোর্ন স্টার্স (বোলিং) 

​ফলাফলঃ মেলবোর্ন রেনেগেডস ১৩ রানে বিজয়ী