পাকিস্তান সুপার লিগ (পিএসএল)

আমিরের আগুন ঝরা বোলিংয়ে জিতল করাচি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:18 শুক্রবার, 15 ফেব্রুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে ৭ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে করাচি কিংস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ১৮৪ রান সংগ্রহ করে করাচি কিংস

সেই লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের অনেক কাছে গিয়েও হারতে হয়েছে মুলতান সুলতানসকে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে মুলতান সুলতানস। করাচির পেসার মোহাম্মদ আমির একাই ধসিয়ে দিয়েছেন মুলতানকে।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে মুলতান। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছেন অধিনায়ক শোয়েব মালিক। তাছাড়া লরি ইভান্সের ব্যাট থেকে এসেছে ৪৯ রানের ইনিংস।

নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পর, শেষের দিকের কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি। ফলে ৭ রানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে। করাচির হয়ে মোহাম্মদ আমির একাই ৪ উইকেট নিয়েছেন।

তাছাড়া, সোহেল খান নিয়েছেন ২টি উইকেট। উমাইর খান ও উসমান শিনওয়ারির ঝুলিতে গেছে ১টি করে উইকেট। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে খেলতে নেমে করাচিকে উড়ন্ত সূচনা এনে দেন লিভিংস্টোন ও বাবর আজম।

এই দুজনে ওপেনিং জুটিতে যোগ করেন ১৫৭ রান। লিভিংস্টোন ৪৩ বলে ছয়টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ৮২ রান করেন। অপর ওপেনার বাবর আজম ৫৯ বলে ছয়টি চার ও একটি ছক্কার সাহায্যে ৭৭ রান করেন।

এই দুজন ফেরার পর দ্রুত উইকেট হারানোয় সংগ্রহটা আর বড় করতে পারনি করাচি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৮৩ রান। মুলতানের হয়ে একাই ৩টি উইকেট নিয়েছেন ক্রিস গ্রিন। ১টি করে উইকেট নিয়েছেন জুনাইদ খান ও আন্দ্রে রাসেল।

সংক্ষিপ্ত স্কোর

করাচি কিংস: ১৮৩/৬ (২০ ওভার)

(লিভিংস্টোন ৮২, বাবর ৭৭; গ্রিন ৩/৩২)

মুলতান সুলতানস: ১৭৬/৯ (২০ ওভার)

(মালিক ৫২, ইভান্স ৪৯; আমির ৪/২৫)