বিপিএল

তবুও আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 00:32 শনিবার, 19 জানুয়ারি, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বিপিএল পয়েন্ট তালিকার একদম তলানিতে অবস্থান মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের। তারপরেও দলের পারফর্মেন্স নিয়ে আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হাই স্কোরিং ম্যাচে হারের মাধ্যমে ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে দলটি। তাতে বিচলিত হতে নারাজ দলের অধিনায়ক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান, 

'আমরা সবাই মিলেই চেষ্টা করছি, ফলাফল হয়তো আমাদের দিকে আসছে না। তবে আমি এখনও আত্মবিশ্বাসী। যেভাবে আজকে খেলেছি, সেভাবে যদি খেলতে পারি তাহলে সম্ভাবনা আছে আমাদের।'

আসরে এখনো ছয়টি ম্যাচ বাকী আছে খুলনার। সামনের ম্যাচগুলোতে ভালো ফলাফল করতে মানসিকভাবে ইতিবাচক থাকার কোনও বিকল্প দেখছেন না মাহমুদুল্লাহ।

'আমাদের একটাই স্পৃহা থাকতে পারে, তা হচ্ছে আমাদের ইতিবাচক থাকতে হবে। এছাড়া আর কোন পথ নেই। আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতেই হবে।

'আমরা ছয় ম্যাচ খেলে পাঁচ ম্যাচে হেরে গিয়েছি, এটা নিয়ে যদি ভাবতে থাকি তাহলে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারব না। আমরা যেভাবে আজকে খেলেছি তাতে আমরা মোটামুটি খুশি।'

নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল মাঠে নামছেন মাহমুদুল্লাহরা। শনিবার সন্ধ্যার ম্যাচে তাঁদের প্রতিপক্ষ মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস।