বিপিএল

ফর্ম নিয়ে সন্দিহান তামিম

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 00:31 শনিবার, 19 জানুয়ারি, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের শুরু থেকেই ব্যাট হাসছিল না তামিম ইকবালের। একটি ম্যাচে ওপেনিং ছেড়ে ওয়ান ডাউনেও নেমেছিলেন। তাতেও কাজ হয়নি।

কুমিল্লার প্রথম পাঁচ ম্যাচে তামিমের ইনিংসগুলো যথাক্রমে ৩৫, ৪, ২১, ০, ০! ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা দুই শূন্যর অভিজ্ঞতা নিয়ে ষষ্ঠ ম্যাচ খেলতে নামা তামিম খুলনার বিপক্ষে খেলেছেন ৪২ বলে ৭৩ রানের ইনিংস। তবে এই ইনিংস খেলার পরও নিজের ফর্ম নিয়ে সন্দিহান এই দেশ সেরা ওপেনার।

'একজন ব্যাটসম্যান যখন অফ ফর্মে যায়। দুই তিনটি ইনিংসে তাঁর খারাপ ফর্ম নাও চলে যেতে পারে। আবার একটা ইনিংসেও খারাপ ফর্ম থেকে ফিরে আসতে পারে। এই সময়ে আমি মনে করব না আমি ফর্মে ফেরত এসে গেছি। ভালো একটি খেলা গেছে।'

মাত্র ২৮ বলে অর্ধশতক তুলে নেয়া তামিম শেষ পর্যন্ত ১২টি চার ও ১ ছক্কায় এই ইনিংস খেলেছেন। দারুণ এই ইনিংসটি পরের ম্যাচে তামিমকে আত্মবিশ্বাস যোগাবে ঠিকই তবে এই ইনিংস নিশ্চিত করে না তিনি ফর্মে ফিরেছেন কিনা। অথবা আসলেই কি অফ ফর্মে তামিম?

'এতটুকু বলতে পারবো আমি আরও আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাস নিয়েই পরের ম্যাচেই খেলব। ফর্মে এসেছি কিংবা আসিনি। আমি অফ ফর্মে গিয়েছিলাম কি না। এটা বলতে পারব না', নিজের ফর্ম প্রসঙ্গে তামিম বলেছেন।

লাসিথ মালিঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তামিম। এর আগে মাত্র ৭৩ বলে ১১৫ রানের জুটি গড়েছেন এনামুল হক বিজয়ের সাথে। সেই সুবাদে ৩ উইকেটের জয় পেয়েছে তামিমের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।